আমাদের কথা খুঁজে নিন

   

এইসব সামাজিক কীটপতঙ্গ

স্বপ্নের নির্বোধ ফেরিওয়ালা... কীটপতঙ্গ নষ্ট করেছে কৃষকের সাধের ধান, গম,পাট রবিশস্যের ফসল শ্রমে ঘামে বোনা ফসলের এমন পরিণতি একদা কৃষককে আহত করেছে খুব রাষ্ট্রীয় উৎপাদনের লক্ষ্যমাত্রার যাত্রা হয়েছে ব্যাহত। সে জন্য রাষ্ট্র আমদানি করলো কীটনাশক বিষ। সে বিষক্রিয়ায় আজ বিলীন সবুজ ধান ক্ষেত, সরিষা ও রবি শস্যের কীট। সভ্য(!) মানুষ ফসলহানির জন্য দায়ী কীটপতঙ্গকে ধংস্ব করলো রাসায়নিক বিষক্রিয়ায় বটে। কিন্তু সামাজিক কীতপতঙ্গ বেড়ে চলেছে ক্রমহ্রাসমান প্রান্তিকহারে যাদের জন্য অস্থির মানব সমাজ, জননীর নিরাপদ কোল, কুমারীর হাসি যারা কৃষকের বাম্পার ফলন অনায়াসে সাবাড় করে অদৃশ্য, ঐশ্বরিক ঈশারায়, আপাদমস্তক কপট ভন্ড প্রতারক হয়ে যার অবাধ যাতায়াত মসজিদ, মন্দির প্যাগোডায় প্রার্থনায়, রাত্রির নির্জনে আদিম ক্ষুধা নিবারণে পানে ও বেশ্যায়, মঞ্চে নীতির বুলি আওড়িয়ে অন্ধকারে অনৈতিক উন্মত্ততায় চেতনার স্লোগানে আকাশ প্রকম্পিত করে চেতনা ধংস্বের করে সুনিশ্চিত আয়োজন তাদের জন্য বিবেকী সমাজ, মানবিক রাস্ট্র কী বালাইনাশক আমদানি করবে পূর্ব, পশ্চিম, উত্তর-দক্ষিণে কে দেবে এমন দাওয়াই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।