আমাদের কথা খুঁজে নিন

   

সামনের চারদিন এই পোস্ট সামুর মামাবাড়ি! (মামাবাড়ির আবদার টাইপ লিঙ্ক শেয়ারিং পোস্ট)- অনলাইনে কি চাই আপনার?

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। এই পোস্টটি একটি আবদার পোস্ট। এখানে মন্তব্যরূপে আপনার দরকার এমন কোন সফটওয়্যার, গান, গেইম, ম্যুভির (ইংরেজি ও হিন্দি) নাম রেখে যেতে পারেন।

যথাসম্ভব চেষ্টা করে হবে একটি Resumeable ডাউনলোড লিংক প্রদান করার জন্য। চেষ্টা করুন আপনার প্রয়োজনীয় ফাইলটিটি খুঁজে বের করার জন্য যথেষ্ট তথ্য দেবার। কিছু কিছু ফাইলের লিংক একটি নির্দিষ্ট সময় পরে আর কাজ করবে না। নেটে নেই এবং পোস্টদাতার কাছেও নেই এমন কোন ফাইল দেয়া সম্ভবপর হবে না। পুনশ্চ ১: এভাবে লিঙ্ক খুঁজে দেয়ার আইডিয়াটা সহব্লগার নাফিস ইফতেখার থেকে ধার করা।

ব্লগার আলাদা হলেও ব্লগপোস্টের উদ্দেশ্য একই। অর্থাৎ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো উপরিপাওনা হিসেবে ৭৫০মেগাবাইট সাইজ পর্যন্ত টরেন্ট লিচ করিয়ে দেয়ার চেষ্টা করবো যাতে আপনারা টরেন্টে আছে এমন ফাইলও আইডিএম দিয়েই ডিরেক্ট ডাউনলোড করতে পারেন। এছাড়া র‍্যাপিডশেয়ার, নেটলোড এর মত ফাইলহোস্টিং সাইট যারা ফ্রি ইউজারদের রিজিউম সুবিধা দেয়না, সেইসব লিঙ্কগুলোকেও লিচ করিয়ে Resumeable লিঙ্ক দেয়ার চেষ্টা করবো। হাতে নষ্ট করার মত বেশ কিছু সময় থাকায় এই পোস্টের জন্ম। তাছাড়া হিপফাইল.কম-এ আমার প্রিমিয়াম একাউন্টের শেষ চারদিন কাজে লাগানো... পুনশ্চ ২- এই পোস্টের লেখক নিতান্তই অলস প্রজাতির।

অলসের পাশাপাশি ঘাড়ত্যাড়া হওয়ায় লিঙ্ক খোঁজায় তাগাদা দিয়ে বিশেষ লাভ হবে বলে মনে হয়না। তাই দয়া করে সবুর করুন, মেওয়া ফললেও ফলতে পারে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।