অরুণালোক প্রিয় ব্লগার বন্ধুরা,
আশা করি ভাল আছেন। আজ ফেসবুকে গাঁজা সেবনরত এক মেয়েকে দেখে হঠাৎ আমার এ কৌতুকটি মনে পড়ে গেলো। তাই আপনাদের কাছে মেয়েটার ছবি ও কৌতুকটা পরিবেশন করলাম।
নিন এবার কৌতুকটা পড়ুন:
তখন বাদশাহী আমল। এক গাঁজাখোর ভরপুর গাঁজা পিয়ে নদীর ধারের বটগাছের নীচে বসে ঝিমুচ্ছে।
এমন সময় বাদশাহর হাতি নিয়ে মাহুত এসেছে নদীতে হাতিকে গোছল করাতে। গাঁজাখোর বাদশাহর হাতি দেখে মাহুতকে খুব শাহী মেজাজে ডেকে বললো- এই ব্যাটা, এদিক আয়। এবার বল দেখি তোর হাতির দাম কতো? আমার একটা হাতি কেনা প্রযোজন। বিভিন্ন জাযগায় যাওয়ার জন্য হাতি লাগে। নে নে, এবার দামটা বলে দে, আমি টাকা দিই আর হাতি নিয়ে চলে যাই।
মাহুত খুব বুদ্ধিমান ছিলো। সে ব্যাপার বুঝতে পেরে বললো- মহারাজ, হাতি কিনতে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি ঝটপট হাতিটাকে নদী থেকে গোছল করিয়ে এনে আপনাকে দিচ্ছি, ঠিকাছে? গাঁজাখোর শাহী মেজাজে বললো, কিন্তু খুব একটা দেরি করবিনে যেন, ঠিকাছে? মাহুত তাড়াতাড়ি ফেরার কথা বলে নদীতে হাতি গোছল করালো এবং কথানুযায়ী গাঁজাখোরের কাছে এসে হাতিকে দিয়ে এক বৃংহতি দেওয়ালো। হাতির ডাকে গাঁজাখোরের নেশা টুটে গেলো এবং সামনেই বাদশাহর হাতি ও মাহুত দেখলো, নেশারত অবস্থাত কি কি বলেছিলো মনে পড়ে যাওয়ায় ঘাবড়ে গেলো। মাহুত গাঁজাখোরের অবস্থা আঁচ করতে পারলেও কৌতুক করে বললো, মহারাজ আপনার হাতি প্রস্তুত।
এখন বলুল হাতি কোথায় নিয়ে পৌঁছে দিতে হবে? গাঁজাখোর কাচুমাচু হয়ে বললো, মাহুত ভাই, যে হাতি কিনতে চেয়েছিলো সে চলে গেছে...................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।