আমাদের কথা খুঁজে নিন

   

এটিএন খণ্ডিত বক্তব্য প্রচার করছে: মামুনূর রশীদ

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক চালবাজিতে এটিএন বাংলা কি আবার ধরা খাইলো????? এটিএন বাংলা ও এটিএন নিউজে ‘খণ্ডিত’ বক্তব্য প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন নাট্যকার মামুনূর রশীদ। সোমবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচারিত হওয়ায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এর ফলে একটি ভুল বার্তা পৌঁছেছে। আমি সেখানে স্পষ্ট বলেছি, সত্য প্রকাশের স্বার্থে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান কী বলেছেন তা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে তুলে ধরুন। এর কোনো বিকল্প নেই।

’ গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করে এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি ওই ঘটনাকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে। সাংবাদিক সংগঠনগুলোর দাবির মধ্যেই শনিবার এটিএন বাংলা চেয়ারম্যানের পক্ষে তার প্রতিষ্ঠানের কার্যালয়ে একটি বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন নাট্যকার-অভিনেতা-নির্দেশক মামুনূর রশীদ, অভিনেতা-নির্দেশক শহীদুজ্জামান সেলিম, নাট্যকার চয়নিকা চৌধুরীসহ বৈঠকে প্রায় অর্ধশত শিল্পী, পরিচালক, প্রযোজক। অনুষ্ঠানের পর থেকেই এটিএন বাংলা এবং এটিএন নিউজে অনুষ্ঠানের বিভিন্ন বক্তব্য সম্প্রচার করা হচ্ছে।

সেখানে মামুনূর রশীদকে বলতে শোনা যায়, “আমরা জানি, চেয়ারম্যান সাহেব অত্যন্ত হৃদয়বান মানুষ, সহজ সরল মানুষ। আর এই সারল্যই তার কাল হয়েছে। ” তবে টেলিভিশন চ্যানেল দুটিতে খণ্ডিত বক্তব্য স¤প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে বিবৃতিতে মামুন উল্লেখ করেন, ‘আমি দীর্ঘদিন ধরে মিডিয়ার নেতৃত্ব দিয়ে আসছি। কোনো চ্যানেলে কোনো সংকট হলে ওই চ্যানেলে কর্মরত ব্যক্তিবর্গ এবং যারা বাইরে থেকে কাজ করেন তাদের স্বার্থে আমাকে যেতেই হয়।

এখানে আমার ব্যাক্তিগত কোনো স্বার্থের এবং কোনো পক্ষ অবলম্বনের প্রশ্নই ওঠে না। প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক এ আমার জোর দাবি। ’ ‘সাগর-রুনীর নির্মম হত্যাকাণ্ডে আমি সন্তান হারানোর বেদনাই অনুভব করি। এর সুষ্ঠু দ্রুত তদন্ত ও বিচার চাই। সেদিন উপস্থিত শিল্পী কলাকুশলী সহ সবাই এ বিষয়ে একমত।

এই দাবিতে দেশের জনগণ ও তার সহকর্মীদের কাতারে আমিও দাঁড়িয়ে” যোগ করেন তিনি। তিনি আরো বলেন, “খুনী যেই হোক তার দ্রুত শাস্তি আমিও কামনা করি। এদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমিও প্রতিবাদ করে এসেছি। তাই আশা করি এখানেই ভুল বোঝাবুঝির অবসান হবে। ” সূত্র : Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.