আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ’র চেয়ারম্যান মাহফুজুর রহমান সিলেটবাসীদের নিয়ে কটুক্তি করায় সিলেট বিভাগে চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দিয়েছেন ক্যাবল অপারেটররা। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সিলেটবাসীর দাবির মুখে বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল দুটির সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমদ বাবলা। তিনি বলেন, ‘‘রাত সাড়ে ৯টা থেকে সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য এ দুটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। চার জেলার ক্যাবল অপারেটরদের নিয়ে বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। মাহফুজুর রহমানের কটুক্তি সিলেটবাসীর মনে আঘাত করেছে’’, যোগ করেন বাবলা।

গত ৩০ মে লন্ডনে এটিএন বাংলা ও এটিএন নিউজ’র চেয়ারম্যান মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, ‘‘সিলেটিরা লেখাপড়া শিখে ভদ্র হয়ে গেছেন। এ কারণে এখন আর দেশে খাঁটি সিলেটী ভাষা বলার লোক পাওয়া যায় না। এর প্রতিবাদে শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতন সিলেটবাসীর ব্যানারে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়াও বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে এ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সকাল সাড়ে ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংগঠকরা জানিয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এমন বাজে মন্তব্য করার জন্য অবশ্যই মাহফুজুর রহমানকে সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। সূত্র: সিলেটের ডাক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।