অরুণালোক ধ্যায়ানী সে
ধ্যায়ানী সে বসে এক মুগ্ধ মুরতি-,
কোমল মায়াবী সুধা আলো মেখে গায়।
মৃত্তিকা দেহধারী অন্যলোকের-,
নির্জনে জ্বালে আলো হেরার গুহায়। ।
তাঁর রূপ-ই সৃজনের প্রথম প্রকাশ,
স্রষ্টাও তাতে কিছু রয় নি গোপন।
আপনার রূপে মজে মেটে নি যে আশ,
ধ্যায়ানীর মাঝে যাঁর নিতি বিচরণ।
।
জানতে ইচ্ছে করে
তিনি দেখতে কেমন ছিলেন বড়ো জানতে ইচ্ছে করে
ধ্যায়ানলোকের থির মুরতি হেরার গহ্বরে।
বড়ো জানতে ইচ্ছে করে। ।
জোড়াসন না বজ্রাসনে নাকি নামাজরত
আসন পেতে বসেছিলেন প্রভুর মনের মতো
কোন ধ্যায়ানে ডুবেছিলেন প্রণয় সরোবরে!
বড়ো জানতে ইচ্ছে করে।
।
নির্জনে এ বিস্ময়কর প্রেমের মিলন মেলায়-
ভাব বিনিময় হয়েছিলো রাসুল (সা)-খোদাতা’লায়!
অমনি প্রণয় চায় যদি কেউ মিলবে কেমন করে!
বড়ো জানতে ইচ্ছে করে। ।
কবিতা দু’টি প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের অন্তর্গত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।