আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে। শুভমিতা আজকে তোমাকেই মনে পড়ছে কেন যে পড়ছে? এই মেঘ, বৃষ্টি, বর্ষণ ভীষনভাবে তোমাকেই ছুঁয়ে দেবার অনুভূতি ইশ্ কি যে ভাললাগা! শুভমিতা মনে আছে সেই যে রূপালী চাঁদের মাঠ ভাসানো আলোয় তুমি আর আমি তনুশ্রী ডিঙি নৌকায় কোন অজানায় মধ্য দীঘিতে দূরে সাদা শাপলার কানাকানি! শুভমিতা- বর্ষার এই মেঘলা সকালে মেঘলা দুপুরে আর মেঘলা বিকেলে তোমাকেই ভীষন- লজ্জা জড়ানো তোমাকেই মনে পড়ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।