আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদের ইতিকথা...

ভালো মানুষ হতে চাই"-উত্তরটা এমনি ছিল। ছোট্ট একটা মুখ থেকে এমন উত্তর পেয়ে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করালাম,কীসের পেছনে ছুটছি এতো!! মানসশৈত্যজবিভবলব্ধতাড়নাপ্রসূতজান্তবপ্রবৃত্তিহেতু এক নিঃস্বপ্ননিদ্রাভিলাষী মন খারাপ রাতের আধারে মেঠো পথ ধরে হাঁটছি আলো আঁধারের খেলাতে সব ঝাপসা... হটাৎ ই কেউ একজন সামনে পথ আগলে দাঁড়ালো আমি থমকে দাড়াই... এক রাশ আঁধার এক মুঠো জ্যোৎস্না কোনটা নেবে? আমি বলি আঁধার সে হাসলো, বলে জ্যোৎস্না নাও... আমি বলি আমি আঁধারের মানুষ আঁধার থেকে আলোতে এলে চোখে জ্বালা ধরে তাই আলো চাই না সে বিদ্রূপের হাসি হাসল তারপর চলে গেলো... আবার হাঁটতে শুরু করলাম খানিকটা যাবার পর এবারও কেউ সামনে এসে দাঁড়ালো মুখ টা চেনা চেনা লাগছে হ্যাঁ, চিনতে পেরেছি... এ যে আমার ভালবাসার মানুষটি... সে দু হাত আমার দিকে বাড়িয়ে দিলো বলে এই হাতে ভালবাসা এই হাতে ঘৃণা আর কষ্ট, কোনটা নেবে? আমি বললাম ঘৃণা আর কষ্ট সে জানতে চাইল কেন? আমি তোমাকে ভালবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না... আমি তোমার থেকে ভালবাসা চাই তুমি আমায় তা দেবে না... তোমার ভালবাসা অন্য কারো জন্য তোমার ভালবাসা নাই পেলাম তোমার থেকে ঘৃণা আর কষ্ট টাই পেলাম... সে হাসি মুখে আমায় এক বুক যন্ত্রণা দিয়ে চলে গেলো... এক সময় কথায় যেন হারিয়ে গেলো... আবার ও পথ চলা শুরু করলাম... হটাৎ ই যেন কেপে উঠলাম... তারপর আর কিছু মনে নেই... চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আমার মুখে বিশাল এক অক্সিজেন মাস্ক ডাক্তাররা কাউকে রুমে আসতে দিচ্ছে না... সবাই জানালার কাছে অশ্রু সজল চোখে তাকিয়ে আমার পরাণ পাখি ওপারে যাবার জন্য তৈরি হচ্ছে... বার বার বলছি চোখের জলে আমায় বিদায় দিয়ো না... কেউ শুনছেই না... চোখের জলে ভিজে গেছে জানালার কাচ জানলার ঝাপসা কাচে সবার চোখ আটকে আমার আত্না বেড়িয়ে এলো পরে রইল আমার নিথর দেহ... একে একে দাফন, কাফন, জানাজা সব হয়ে গেলো... আমার নিথর দেহটি মাটির ছোট্ট ঘরে রেখে দিলো... অনেক সময় পেরিয়ে গেছে... একে একে সবাই আমায় ছেড়ে চলে গেছে... এবার আমাকেও জেতে হবে... যাবার আগে সবাইকে একবার দেখে জেতে মন চাইল খেয়াল হল আমার ভালবাসার মানুষটি আমাকে দেখতে আসেনি... সবার আগে তাকেই দেখতে গেলাম... দেখে এলাম সে আরেকজনের হাত ধরে কোন এক নদীর ধারে বসে আছে... নিজেকে বোঝালাম আমি নেই, তাতে কি? কেউ তো আছে, যে ওকে অনেক ভালবাসবে... একে একে সবাইকে দেখে এলাম... যে যার কাজে ব্যস্ত, সবাই সব ভুলে গেছে... সবার শেষে এলাম মা’র কাছে সে আমার রুমে আমার চেয়ারে বসে, আমার ছবিটার উপর হাত বুলাচ্ছে আর কাঁদছে... চোখের কোনে কিছু অশ্রু জমেছে... নিজেকে বলি এখন তো আর কাদতে নেই... আমি তো আর বেঁচে নেই... মা’র সামনে গিয়ে বসে পড়লাম... বলতে শুরু করি... “মা তুমি বড্ড বোকা... কাউকে ভালবাসতে আছে? জানো না ভালবাসলে কষ্ট পেতে হয়? দেখলে না কিভাবে তোমাকে ফাকি দিয়ে চলে এলাম” ----------------------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.