আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ এই কী প্রণয়ের পরিণয় ! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ আমি স্বপ্ন ধার করেছিলাম তোমা হতে বেঁচে থাকার খোরাক পেয়েছিলাম তোমা হতে, নীল আকাশে উড়েছিলাম স্বপ্নডানায় ভর করে ঊর্মিমালীর ঊর্মিদোলায় দুলেছিলাম নির্বিশঙ্কে। শপথ ছিল- এই জীবনে সর্বজনীন পথ চলা হাতে হাত রেখে ঝরঝঞ্ঝা উপেক্ষায়, সুখের সাথী, দুঃখের অংশভোগে স্বপ্নচূড়ে স্বপ্ননীড় বাঁধার অপেক্ষায়। আজ স্বপ্ন গুঁড়োয় ঝনঝনিয়ে যেন কাঁচের পাতা স্বপ্ননীড় বান ভাসে যেন বালির গাঁথা, আকাশ থেকে ভূতলে পতন যেন ডানা ছাঁটা এই কী প্রণয়ের পরিণয়, এই কী জীবন গাঁথা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।