আন্দোলনের প্রহর গুলো ঝিমিয়ে পড়া ছিলনা কখনও বয়ে গেছে শব্দের স্রোত প্রবাহিত নদীর মত স্লোগান হয়ে; সামষ্টিক ক্ষোভ, ক্ষোভের বহিঃপ্রকাশ বন্য পশুর মত লেজ আছড়ে গেছে কেবল আমাদের চোখ জ্বলেছে, বাতাসে বুক ভরে গেলেও প্রশ্বাসের পতন ঘন হয়ে এলে ক্লান্ত হয়েছি; তখন পারস্পারিক চোখের সংযোগ বীজ বুনে গেছে নতুন স্বপ্নের সে দৃষ্টির তরল বিদ্যুৎ মুছে গেছে সব ক্লান্তির ছাপ, অবিরাম তবু দিনের শেষে ক্ষোভের প্রকাশ আর্তনাদে আর ক্লান্তির পরে স্বপ্ন থেকে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।