আমাদের কথা খুঁজে নিন

   

আমি হতাশ আমাদের দেশের হ্যাকিং কমিউনিটির এ অবস্থা দেখে। সবাই যার যার নিরাপত্তার ব্যবস্থা নিজে নিজেই করেন... মিয়ানমারের সাইড দিয়া বড়-সড়ো বাঁশ মনেহয় আসতাছে!!!

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ আমাদের সাইবার স্পেসের "ভয়াবহতম" সময় বোধহয় এখনই।

যেই হ্যাকারদেরকে আমরা বাহবা দিতাম তাদের মধ্যে এখন "ঐক্য" বলতে কোনকিছু আর অবশিষ্ট নেই। ফলাফলটা আপনারা http://www.blinkhackergroup.com এ গেলেই দেখবেন। বাংলাদেশের কয়েকশত ওয়েবসাইট 'খাইছে' মিয়ানমারের হ্যাকাররা! তার পূর্ণ লিস্টও পাবেন এই ওয়েবসাইটে। যাদের যাদের গুগল, ফেসবুক, ইয়াহুসহ অন্যান্য ওয়েবসাইটে একাউন্ট আছে তারা পাসওয়ার্ড হিসেবে Strong ক্যাটাগরীর পাসওয়ার্ড ব্যবহার করুন যাতে বড়-ছোট হাতের বর্ণ, সিম্বল এবং নম্বর থাকবে আর ৮টা ক্যারেক্টার থাকবে। স্যাম্পল পাসওয়ার্ড: password শব্দটাকেই পাসওয়ার্ড হিসেবে সেট করবেন এভাবে P4$$w0rd ওয়েব ডেভেলপার যারা আছেন তারা অনুগ্রহ করে আপনাদের ওয়েবসাইটের সিকিউরিটি ব্যবস্থা একটু শক্তিশালী করুন।

মিয়ানমারের হ্যাকাররা এবার ওয়েবসাইট হ্যাক করার পাশাপাশি ওয়েসবাইটের সকল ডাটা সম্পূর্ণভাবে রিমুভ করে দিচ্ছে! সম্ভব হলে একটা ব্যাকআপ রাখুন ডাটাগুলোর। এখন আপনার ওয়েবসাইট হ্যাক করতে তারা কন্টেন্ট বা অন্যকিছুই দেখছেনা। শুধু ওয়েবসাইটের নামের পাশের লাল সবুজের পতাকাটা দেখছে। বাংলাদেশের এই হ্যাকারদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম যে রাজনীতি, দূর্নীতিসহ নানান কারণে মোটামুটি ধ্বসে পড়া এবং উন্নত বিশ্বের কাছে অবহেলিত এই দেশটি ইন্টারনেট জগতে কিছুটা হলেও শক্তিশালী হবে এই মাথাওয়ালা মানুষগুলোর জন্যে।

কিন্তু তা বোধহয় আর হলোনা। "একতাই বল, একতাই শক্তি"। । বাংলাদেশী হ্যাকারদের মধ্যে বোধহয় একতা বলতে আর কিছুই নেই। Bangladesh Black HAT Hackers আর Bangladesh Cyber Army যেভাবে আলাদা আলাদাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা বাহবা পাবার মতো হলেও তাতে করে কিছুতেই কোন পজিটিভ ফলাফল আশা করা সম্ভব হবে বলে মনে হয়না।

কারণ? ঐ যে, একতা নেই!!! এইসব টপিকে "টিয়ারলিডার" হিসেবে পরিচিত আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। এবার খুব অল্পতেই আশা ছেড়ে দিলাম। বাংলাদেশী হ্যাকার কমিউনিটির বর্তমান অবস্থা দেখে আমি হতাশ! সবাই ভালো থাকবেন -হ্যাপী ব্লগিং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।