দু'দিন আগে সহ-ব্লগার 'সবুজ তাপস' 'ধর্মগুরুদের যৌনকর্ম' শীর্ষক একটি পোস্ট দিয়েছিলেন। তার পোস্টের মূল বক্তব্য হচ্ছে- সেক্স এমন একটা বিষয়, যেটা সাধুকেও অস্থির করে তোলে। যখন কোন গুরু সেক্স করতে প্রবৃত্ত হন, তখন ধর্ম তাকে বেঁধে রাখতে পারে না। ধর্মীয় কারিশমা তখন ফেল মারে। বৈধতা-অবৈধতা তখন মাথায় থাকে না।
এ বক্তব্যের সমর্থনে তিনি ভারতের দু'জন হিন্দু ধর্মগুরু এবং দু'জন বাংলাদেশী ইমামের যৌন কেলেঙ্কারি কথা উল্লেখ করেছেন। কিন্তু পোস্টে তিনি খ্রিস্টান পাদ্রীদের যৌন কেলেঙ্কারির কথা উল্লেখ করেননি। পাদ্রীদের সাম্প্রতিক কিছু কেলেঙ্কারির খবর
পাদ্রীদের যৌন নির্যাতন : বার্লিনে পোপের সফরের প্রতিবাদে বিক্ষোভ
আয়ারল্যান্ডে পাদ্রিদের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেয়ার কেলেঙ্কারি ফাঁস
নতুন করে যৌন নির্যাতনের অভিযোগে পাদ্রী জেইমি ডুয়েনাস গ্রেফতার
ভ্যাটিকানের বিরুদ্ধে মামলা করেছে যৌন নির্যাতনের শিকার এক কিশোর
শিশুদের ওপর যৌন নির্যাতন বিরোধী চেতনা সৃষ্টির আহ্বান জানালেন পোপ
যৌন নির্যাতন :পোপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট
পাদ্রীর যৌন কেলেংকারী গোপন রাখায় আইরিশ কার্ডিনালের ওপর পদত্যাগের চাপ বাড়ছে
'পাদ্রীদের কেউ কেউ মনে করেন শিশুদের উপর নির্যাতন চালালে কৌমার্য ব্রত ভঙ্গ হয় না'
এ রকম অনেক ঘটনার উল্লেখ করা যায়। তবে এসব ঘটনা যারা ঘটায় তারা ধর্মগুরু হোক, পাদ্রী হোক কিংবা ইমাম হোক তাদের কারণে কোনোভাবে ধর্মকে দায়ী করা যায় না। কারণ কোনো ধর্মই অবৈধ যৌনকর্মকে স্বীকৃতি দেয় না।
তাই আখেরী ধর্ম হবে যৌনবিজ্ঞান এ আশংকারও কোনো কারণ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।