আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের । লাল সবুজের এক সাজানো গোছানো পরিপাটি ক্যানভাস- নেমে আসছে কালো মেঘ দিগন্ত কাপিয়ে , ঝড়ের পুর্ভাবাস বলছে, ঝড়ের কেন্দ্রে- বিভীষিকার সৃষ্টি করছে কতগুলো দু'পেয়ে , ঝড়ের আগা থেকে গোড়া সবযায়গা তাদের দখলে । এ যে এক দু'পেয়ে সৃষ্ট মহাঝড়- কাপিয়ে দিচ্ছে ক্ষনে ক্ষনে এই বিশাল সবুজ ক্যানভাস । তারা সব খায় ,মানুষের অধিকার থেকে শুরু করে সবুজ ক্যানভাসের স্বার্থ , নিজ ইচ্ছা চরিতার্থে তারা খুব ক্ষুদার্থ । ভদ্র সাভাবিক আবহাওয়ায় তাদের বসবাস, একেকটা যেন লাল সবুজ এই ক্যানভাসের জন্য নিবেদিত প্রাণ । আসলে কি তাই? নাকি এটা তাদের স্বার্থ উদ্ধারের চাবি ? বিড়াল যেমন ইঁদুরের বন্ধু হয়ে খেলা করে তারপর তাকে নির্মম ভাবে হত্যা করে - ইঁদুর কিন্তু ঠিকই বুঝে বিড়ালের চক্রান্ত কিন্তু তাকে খেলতে হয় প্রাণের ভয়ে , কিন্তু রেহায় আর তার মেলেনা । এই দুপেয়ে স্বার্থবাদিদের ঝড় কি তবে তাই ? খেলা করছে বন্ধু সেজে ১৬ কোটি জনতার সাথে , প্রতারণার সরুপ জনতা ধরতে পারে কিন্তু তারা আজ নিরুপায় - কেউ নেই তাদের পাশে এই স্বার্থবাদি ঝড় রুখবার । যারা আসে তারাও মুখোশ পড়া , তারাও এই স্বার্থবাদি দু'পেয়ে সৃষ্ট ঝড়ের কাছে যায়, তাদের সান্যিদ্ধ পেতে চায়, আড়ালে আবডালে অথবা গোপনে । কান খুলে শুনে নাও লাল সবুজ ক্যানভাসের বাসিন্দারা- এই লাল সবুজের বিশাল ক্যানভাস আমার আপনার ১৬ কোটি জনতার, কেউ উদ্ধার করতে আসবেনা , আমাদেরই করতে হবে যা আছে করার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।