আমাদের কথা খুঁজে নিন

   

আজকের খেলা ও কিছু কথা

সৌম সরকার ডাবল সেঞ্চুরি করছে অভিনন্দন তাকে। কিন্তু যে ভাবে এটা নিয়ে লাফালাফি চলছে সেইটা মোটেও ভাল দিক নয়। কিছুদিন পরে দেখা যাবে একে হয়ত জাতীয় দলে খেলানোর জন্য আন্দোলন শুরু হয়ে গেছে। যেটা কখনই ভাল কিছু বয়ে আনে না। যেমন রকিবুল বাংলাদেশের প্রিমিয়ার লিগে একমাত্র খেলোয়াড় যে ৩০০ রান করছে এক ইনিংসে।

কিন্তু জাতীয় দলে সে কি খেলছে তা আমারা সবাই দেখছি। আবার প্রিমিয়ার লিগের ছক্কা নাইম যে আসলে ছক্কা কি মারতে পারেন তাও আমাদের অজানা নয়। একি ভাবে প্রিমিয়ার লিগে দুরদান্ত খেলা ডলার মাহমুদ যখন বল করলেই উইকেট পেতেন তখন জাতীয় দলে আনার পর দেখা গেল তার দৈন্যটা । একটা বলও স্ট্যাম্পে করতে পারে না। তাই খেলা না দেখে প্রশংসা বা বাংদেশের ভবিষ্যৎ এই ধরনের কোন কিছুই বলতে পারলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।