আমাদের কথা খুঁজে নিন

   

একজন মুমূর্ষ পাগলকে সাহায্যের আকুল আবেদন!!!

আমি জাতির আধার রাতের আলো... সোনার বাংলায় একটি সুন্দর প্রবাদ-প্রবচন রয়েছে, পুরান পাগলে ভাত পায় না-আবার নতুন পাগলের আমদানী !!!!! আমাগো দেশে কথিত চাল-ডাল-তৈল সহ কতই কিছুই না আমদানী হয়, অহন যদি (হাগল)পাগল আমদানী শুরু হইয়া যায় তবে তো আমগো দেশে টিকে থাকার সংগ্রামরত পুরাতন পাগলারা ইতিহাস হইয়া যাইব ! কি আশ্চর্য ??? কি আশ্চর্য ??? কথাটা আপনাদের কাছে বড়ই ব্যাকডেটেড মনে হচ্ছে, হ্যা মনে হতেও পারে ? কারণ আমার-আপনার মনটা হচ্ছে !!!,,,,, ও পাগল মন মনরে..মন কেন এত কথা বলে ??? কি আশ্চর্য ??? সত্যই তো আমাগো মনটা কত কথাই না বলে..। নানান জনের নানান মত সত্য কিন্তু একটাই সামু ইজ দ্যা বেষ্ট !!! আফনারা কি কন? তৈল কি একটু বেশিই হইয়া গেছে ??? এখন পাগল কত প্রকার ও কি কি ??? প্রশ্ন করা হইলে সামু ব্লগারগো উত্তরের বন্যায় আমি হয়তো বা মনে হয় ভাইসা যামু ??? কিন্তু রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কথাটির সত্যতা আজও আমরা খুইজা পাইনা? তাই আমার-আফনার মনটা বড়ই বেচাইন!!! চল্লিশ কেজিতে এক মন হলে একহাজার কেজিতে কত মন??? নাহ! অংক কষতে আমার একটুও ভাললাগে না! কারণ আমি ছাত্র জীবনেও আংকে(অংগে) খুবই কাচা আছিলাম! কেউ শুনলোনাতো?? পাঠক লক্ষ্য করুন, পুরান পাগল (মুসলমান নামধারী হিন্দু ভৌমিক)ভাত পাই না অহন নতুন পাগল নিউটন নামধারী আরেক ভাদা মালু আইছে সামুতে ভাত খুজতে??? কেউ আছেন কি ঝুটা-কাটা দিয়া তারে সাহায্য করবার লাইগা???  

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.