আমাদের কথা খুঁজে নিন

   

ডোল্যান্সার : ওয়েবে ক্লিক করে আয় করার নামে চলছে ডিজিটাল এম এল এম বাণিজ্য। চলছে ডিজিটাল প্রতারণা।

ক্লিক করে আয় ওয়েবে ক্লিক করে আয় করার নামে চলছে ডিজিটাল এম এল এম বাণিজ্য। বিদেশী কোম্পানির নাম ব্যবহার করে তারা চালাচ্ছে এই বাণিজ্য। তবে বেসিস চেয়ারম্যান বললেন ওয়েব ক্লিকের মাধ্যমে আয় করা সম্ভব নয়। তারপরেও চলছে এসব প্রতিষ্ঠানের প্রতারণা। যার শিকার হচ্ছে তরুণ সমাজ।

নষ্ট হচ্ছে মেধা। প্রতারণার ফাঁদে পড়ে হারাচ্ছে অর্থ ও সময়। রাজধানীতে চলা বিভিন্ন ক্লিক কোম্পানির মধ্যে অন্যতম ডুলেনসার। বাড়তি কিছু আয়ের জন্যই এখানে আসে গ্রাহকরা। তাদের দাবী তারা নাকি আউট সোর্সিংয়ের মাধ্যমে আয় করে।

আসলেই কি তাই। ওয়েব সাইট ক্লিক কোম্পানির বেশীভাগ গ্রাহকই হলো শিক্ষার্থী। তাই কয়েকজন তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায় তাদের ভাবনার কথা। তারা জানান এসব প্রতিষ্ঠান পিটিসি অর্থাৎ পেইড টু ক্লিক বা ক্লিকের মাধ্যমে আয় করার কথা বলে। তারা জানান গুগল থেকে প্রোগামারকে দিয়ে নামানো হয় পেইড টু ক্লিকের প্রোগাম।

আর সেখানে তারা ইচ্ছে মতো ডোমেইন বা ওয়েব সাইটের নাম এবং হোস্টিং বা তথ্য রাখার জায়গা তৈরী করে বাজারে ছেড়ে দেয়। আরেক কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী জানান ডুলেনসারের দাবী অনুযায়ি তারা বিশ্বের অন্যতম বিখ্যাত একটি প্রতিষ্ঠান। আর তাদের প্রতিষ্ঠাকাল ১৯৯৮ সাল। তবে বাস্তবে ডোমেইন রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ি দেখা যায় তাদের রেজিস্ট্রেশন ২০১১- সালের। তাদের ওয়েব সাউটে রেজিস্ট্রেশন করতে লাগে একজন প্রত্যয়নকারি।

আর টাকা পরিশোধের বিষয়টিতে ভিসা কার্ড আর অন্যান্য কোম্পানির নাম। তবে একমাত্র ডুলেনসারের অপসন ছাড়া বাকি সবই শুধুই ছবি। এসব বিষয়ে বেসিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান বললেন ওয়েব ক্লিকের মাধ্যমে যেসব কোম্পানি আয়ের কথা বলছে তার কোনো সুযোগ নেই। একই অবস্থা অনান্য ওয়েব ক্লিক কোম্পানিরও। বিডিএস ক্লিক সেন্টার নামের একটি ওয়েব ক্লিক সেন্টারের পরিচালক জানান তারা বিদেশী সার্ভার ব্যবহার করে।

এসব কোম্পানি বাইরে যেভাবে সার্ভারে টাকা পরিশাধ করে বলে দাবী করেছে তা মাণি লন্ডারিং অপরাধ। তারপরেও এসব কোম্পানি চালাচ্ছে তাদের কর্মকান্ড। করছে ডিজিটাল প্রতারণা। এই প্রতারণার ফাদে পড়ে শিক্ষার্থীরা নষ্ট করছে মূল্যবান সময়, আর মেধা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।