আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেণের টিকিট কাটতে গেলে পাওয়া যায় না, এত্তো টিকিট যায় কই আবার রেল লোকসান মারে বুঝিনা !!!!

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক। মাঝে মাঝে ট্রেণে দেশে বিভিন্ন স্থানে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু কোন দিনই প্রয়োজনীয় টিকিট স্টেশন থেকে সংগ্রহ করতে পারিনি। যেমন ধরুন ১৯ তারিখে সিলেট রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে বললাম স্যার ২২ তারিখ রাতে ঢাকা যাব, তিনি বললেন রাতে উপবন যায় টিকিট নাই, ২৩ তারিখ পর্যন্ত কোন টিকিট নাই। হায় আল্লাহ যাব ২২ তারিখে তিনি জানিয়ে দিলেন ২৩ তারিখ পর্যন্ত নাই।

কি আর করা ১ ঘণ্টা লাইনে দাড়ানোই বিফলে গেল। যাই হোক আমি আজ রাতে ঢাকা যেতে পারবো এই উপবন ট্রেনেই অত্যন্ত আরাম এবং সম্মানের সাথে, এ আমার বিশ্বাস। এবার বলি গত বছর শেষের দিকে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম গধোলী এক্সপ্রেসে, স্টেশনে টিকিট পাইনি। ট্রেন ছাড়ার আগে গার্ডের কাছে গিয়ে বললাম আংকেল চিটোগাঙ্গ যাব টিকিট করিনি, তখন তিনি একজন লোককে ডেকে বললেন এই ছেলেটা চট্টগ্রাম যাবে আলাপ কর। লোকটি সোজাই বলল ৩০০/- টাকা লাগবে।

আমি বার্গেনিং করে ২০০/- টাকা ঠিক করলাম তখন সে আমাকে প্রথম শ্রেণী চেয়ারে বসিয়ে দিল। আহা কি আরাম আর কি আনন্দ। গাড়ি চলছে মাঝে মাঝে লোকটি এসে আমার খবর নেয় বলে ভাই কি কোন সমস্যা, ইত্যাদি। টিটি মহোদয় আসলেন টিকিট চেক করতে সাথে আছে ঐ লোকটি আমাকে টিটি কিছু বলার আগেই ঐ লোকটি টিটিকে বললো "স্যার" এই শেষ। আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না টিটি মহোদয়গণ।

সমস্যা হয়ে যায় মহিলা সাথে থাকলে। আর না হয় ট্রেনে আরামেই যাওয়া যায় শুধুমাত্র গার্ড এবং এটেনডেন্স কাউকে ম্যানেজ করে ফেললেই। কি বুঝলেন ................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।