আমি কবিতা পড়তে ও লিখতে খুব ভালবাসি। আজ তুমাকে খুব সুন্দর লাগছে সুন্দুরী।
তুমাকে পহেলা বৈশাখী ১৪২০ বঙ্গাব্দের শুভ শুভেচ্ছা।
আমি চাই,এই দিনের মত তুমি চিরকাল আমার হয়ে থাক।
আর আমি হয়ে থাকি চিরকাল তুমার।
সুন্দুরী সত্য বলছি,দেশের রাজনৈতিক অস্হিরতা,সাম্প্রদায়িকতা,
মৌলবাদ, মানবতাবিরোধীদের অপতত্পরতা, সহিংসতা, ধর্মীয় বিষবাষ্পে
সদাই তুমার মত আমারও প্রাণ হুহু করত।
সদাই ভয়ে থাকতাম কখন যেন,আমি-তুমি
প্রাণ হারাই কোন হিংস্র জাতির থাবা নলে।
সুন্দুরীআজ তুমার সংস্পর্শে আমার সকল ক্রান্তি,
গ্লানি,জরা মুছে গেছে। তাই তুমাকে আবারও পহেলাবৈশাখী
১৪২০ বঙ্গাব্দের লাল গুলাপের শুভ শুভেচ্ছা।
সুন্দুরী আস আমরা এই বর্ষবরণে পণ করি।
আর সেই পণ রক্ষা করে আমাদের লাল-সবুজে পতাকাকে
বিশ্বের শ্রেষ্ঠ সম্মানী করি,যেন সেই কর্ম দেখে বিশ্ব আমাদের ভালবাসে।
আমি-তুমি সবাইকে বলি,নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং বৃদ্ধের পদচারণ হয়ে শুভ নববর্ষ।
এবং বলি,এই দেশ আমাদের সবার,সবারই সমান অধিকার।
আস জাতি ভাই,আমরা সকলেই এই দিনে একই সুতায় মোদের হৃদয় গেথে,
হাতে হাত রেখে এক সুরে বলি,
আমাদের প্রভূ এক,তাঁর সৃষ্টি সকল আমরা এক।
আমরা নই কোন ভিন্ন প্রভূর ভিন্ন জাত।
আমরা একই যে স্রষ্টার সৃষ্টি মানব জাত।
আস ভাই,এই বাধনে বাধিয়া মোরা জীবন এই বর্ষবরণ করি।
আর হাতে হাত,কাধে কাধ,বুকে বুক মিলিয়ে বলি,
বর্ষবরণ শুভ হোক,বর্ষবরণ শুভ হোক,বর্ষবরণ শুভ হোক।
Like · · Unfollow Post · Promote · ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।