আমাদের কথা খুঁজে নিন

   

TEACH FOR BANGLADESH

স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নে বাস করি না । শিরোনামটা ইংরেজীতে দিলাম যার বাংলা করলে অর্থ দাঁড়ায় বাংলাদেশের জন্য শিক্ষা। কথাটার ভাবার্থ বাংলার চেয়ে ইংরেজীতে ভাল আসে আর কর্মসূচীটার নাম ও "TEACH FOR BANGLADESH" তাই এই নামটাই ব্যবহার করলাম। এবার মূল বক্তব্যে চলে আসি। গত ১৭ জুন সকাল ১০:৩০ ঘটিকায় AMERICAN INTERNATIONAL UNIVERSITY-BANGLADESH (AIUB) এর অডিটরিয়ামে "TEACH FOR BANGLADESH" এর সিইও মাইমুনা (নামটা ভুল হলে দুঃখিত) একটি সেমিনার করেন যার আয়োজন করে AIUB BUSINESS CLUB (ABC)।

অনুষ্ঠানে "TEACH FOR BANGLADESH" এর সিইও বলেন, "বাংলাদেশে শিক্ষা সংকট প্রকট আকার ধারন করেছে। আমাদের দেশে নাম লিখতে জানলেই তাকে শিক্ষিত বলা হয়। কিন্তু আমরা সবাই জানি নাম লিখতে জানলেই শিক্ষিত হওয়া যায় না। আর আমাদের গ্রামের শিক্ষা ব্যবস্থা তো আরো খারাপ। গ্রামের শিক্ষকরা যা বলেন তাঁর শিক্ষার্থীরা তা তোতা পাখির মত বলতে থাকে অর্থ না বুঝেই।

" উনি বিভিন্ন পরিসংখ্যান দেখিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দূর্দশার এবং এর কারন নিয়ে আলোচনা করেন। শিক্ষা ছাড়া কোনো দেশই বেশিদূর এগোতে পারে না। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে শিক্ষার গুরুত্ব আলোচনা করে তিনি বলেন দেশের এই সংকটকালে আমাদের মত তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। এই জন্যই TEACH FOR BANGLADESH নামক কার্যক্রমটি শুরু হচ্ছে। TEACH FOR BANGLADESH কি? TEACH FOR BANGLADESH হল একটি কার্যক্রম যা দেশের শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের জন্য গঠিত।

যা এখনও প্রচারাভিযানরত রয়েছে। এ বছরের শেষ দিকে এ কার্যক্রমে অংশগ্রহনের জন্য তরুনদের আহবান জানানো হবে এবং আগামী ২০১৪ সালের শুরুর দিক থেকেই এই কার্যক্রমের পাঠদান আরম্ভ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশে এখনও শুরু না হলেও TEACH FOR AMERICA, TEACH FOR RUSSIA, TEACH FOR CHILI, TEACH FOR JAPAN নামে পৃথিবীর বহুদেশে চালু রয়েছে। এবং সম্প্রতিকালে আমাদের পার্শ্ববর্তীদেশ ভারত ও পাকিস্তানেও শুরু হয়েছে। কি হবে এই TEACH FOR BANGLADESH কার্যক্রমে? এই কার্যক্রমে দেশে এবং বিদেশে অবস্থানরত সদ্য স্নাতক বা স্নাতকোত্তর বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়োগ দেয়া হবে দেশের শিক্ষাবঞ্চিত শিশুদের ইংরেজী এবং গণিতে মানসম্মত শিক্ষাদানের জন্য।

শুধু ইংরেজী আর গণিত শিক্ষাদানই না বরং শিক্ষাদানের মাধ্যমে এইসব শিশুর মানসিক এবং বুদ্ধিবিকাশের সুযোগ করে দেয়াই হল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। কিভাবে চলবে এই TEACH FOR BANGLADESH কার্যক্রম? এই কার্যক্রমে অংশগ্রহনে আগ্রহী তরুনদের ২ বছরের জন্য নিয়োগ দেয়া হবে। এই তরুনদের কাজ হবে বিভিন্ন বিদ্যালয়ে (যেগুলো ছিন্নমূল শিশুদের জন্য) পূর্ণকালীন (FULL-TIME) শিক্ষক হিসেবে যোগদান করে এই শিশুদের মানসম্মত শিক্ষাদান তথা এদের পূর্ণ মানসিক এবং বুদ্ধিবিকাশের সুযোগ করে দেয়া। কেন তরুণরা তাদের জীবনের মূল্যবান ২ বছর এই কার্যক্রমের পেছনে ব্যয় করবে?বিনিময়ে তারা কি পাবে? এই কার্যক্রমে অংশগ্রহনকারী তরুনদের মাসিক ১৮০০০-২০০০০ টাকা সম্মানী এবং ২ বছর শেষে সার্টিফিকেট দেয়া হবে। আর স্নাতকধারী যেসব শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রী নিতে দেশে বা দেশের বাইরে যেতে আগ্রহী তাদের এই সংস্থার সাথে জরিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সাহায্য করা হবে।

ব্যক্তিগতভাবে আমি এধরনের কার্যক্রমে অংশগ্রহনে আগ্রহী। কারন একটি স্বাধীনদেশের নাগরিক হিসেবে আমরা দেশকে কি দেই?কি দায়িত্ব পালন করি আমরা দেশের প্রতি?বছর বছর যে আয়কর তাও তো আমরা দেই না ঠিকমত। এখানে "TEACH FOR BANGLADESH" আমাদের দেশের জন্য কিছু করার সুযোগ করে দিচ্ছে। আমি মনে করি দেশের শিক্ষিত মেধাবী তরুন সমাজের এ ধরনের কার্যক্রমে অংশগ্রহনের জন্য এগিয়ে আসা উচিৎ। দেশ আমাদের, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদেরই।

আসুন অন্যরা করবে এই মানসিকতার পরিবর্তন করে দেশের জন্য এবার আমরা কিছু করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।