ছেঁড়া কবিতার খাতা থেকে যে পাতা গুলো হারিয়েছে সেই পাতা গুলো কে খুজে বেড়াই বৈশাখ মানে প্রানে প্রানে নতুনের আওহ্বানে নতুনের জাগরন বৈশাখ মানে জীর্নতা কে দূরে ঠেলে নতুন করে পাখা মেলে উড়ে যাব আজ বহুদূরে বৈশাখ মানে রঙিন জামা ঘুরবো সারাটা দিন হবে না থামা বৈশাখে আজ নেই কোনো কাজ রঙিন দিনের সপ্ন আকিঁ নিজেকে ও আজ দিচ্ছি ফাঁকি, বৈশাখে আজ প্রানের মেলায় নতুন খেলায় গাইবো জীবনের জয়গান বৈশাখের এই উৎসবে আজ সকলের নিমন্ত্রন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।