আমাদের কথা খুঁজে নিন

   

Warfaze album

আমি হচ্ছি সেই কাঠামো যা একতাল রক্ত মাংস পোশাক সভ্যতা বয়ে বেড়াচ্ছে Click the link বাংলাদেশের হেভি মেটাল গানের প্রবর্তক ব্যান্ড ওয়ারফেজ। নয় বছর পর আসছে ওয়ারফেজের নতুন অ্যালবাম। নাম ‌‘‌‌সত্য’। ২০০৯ সালে অবশ্য ওয়ারফেজের আরও একটি অ্যালবাম এসেছিল। নাম ‌‌‘পথচলা’।

এটি ছিল তাদের বিভিন্ন সময় গাওয়া সেরা গানের সংকলন। অবশ্য এতে নতুন দুটি গানও ছিল। ওয়ারফেজের নতুন অ্যালবাম ‌‘‌‌সত্য’-এর রেকর্ডিং কাজ শেষ হয়েছে কয়েকদিন আগেই। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় আসছে জুলাই মাসে এটি রিলিজ পাচ্ছে। প্রথমে এ অ্যালবামের গানগুলো শোনা যাবে বাংলালিংকের মিউজিক স্টেশন।

একমাস পরেই এটি সিডি আকারে পৌছে যাবে শ্রোতাদের হাতে। নতুন অ্যালবামের গানগুলো সম্পর্কে টিপু বলেন, ‘আমরা যে ধরনের গান করি, সত্য-তেও তাই থাকছে। তবে প্রতিটি অ্যালবামেই আমরা সময়ের সঙ্গে মিল রেখে সুর এবং সংগীতায়োজনে কিছুটা পরিবর্তন করে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এখানে কয়েকটি গানে আমরা একধরণের এক্সপেরিমেন্ট করেছি।

আশা করি শ্রোতাদের তা ভালো লাগবে। ’ সত্য অ্যালবামে গান থাকছে নয়টি। আর এ গানগুলো করা হয়েছে যথেষ্ট সময় নিয়ে। ব্যান্ডপ্রধান টিপু জানান, পথচলা অ্যালবামে ছিলেন টিপু, কমল, শামস, অনি, রজার ও মিজান। তাঁরা সবাই আছেন সত্যতে।

সঙ্গে আছেন অতিথি গিটারশিল্পী সামির। ওয়ারফেজের প্রথম অ্যালবাম ওয়ারফেজ এসেছিল ১৯৯১ সালে। এরপর পর্যায়ক্রমে বেরিয়েছে ‌‘অবাক ভালোবাসা’, ‌‘জীবনধারা’, ‌‘অসামাজিক’, ‌‘আলো’ এবং ‌‘মহারাজ’। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.