আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় অবস্থিত সরকারী / বেসরকারী স্কুল গুলুর নাম ও ফোন নাম্বার প্রয়োজন (সাহায্য করুন)

বহু দূর যেতে হবে । আমরা একটা সেচ্ছাসেবী সংগঠন থেকে ঢাকায় অবস্থিত স্কুল সমূহে কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছি। এই বিষয়ে স্কুল সমূহের প্রধান শিক্ষক এর সাথে কথা বলা প্রয়োজন । যেহেতু সশরীরে স্কুল এ গিয়ে কথা বলা তা অনেক সময় সাপেক্ষ (উপস্থিত পাওয়া, না পাওয়া ও বিবেচ্য ) সেহেতু প্রথমিক আলোচনা ও এপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার প্রয়োজন। আপনার সংগ্রহে অথবা খুঁজে যদি একটা স্কুল এর ও ফোন নাম্বার থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন।

কেউ যদি জানেন কোথায় নাম্বার পাওয়া যাবে সহয়তা করুন। যদি কোন ডিরেক্টরী পাওয়া যায় আনুগ্রহ করে লিঙ্ক দিন। আমি গুগল এ অনেক খুঁজাখুঁজি করে ভাল কিছু পাই নাই । আমারা যেইসব স্কুলে কাজ করতে চাইঃ ১। স্কুলটির নিজস্ব একটা খেলার মাঠ আছে ২।

প্রাথমিক ভাবে আমারা বাংলা মিডিয়াম স্কুল গুলু থেকে কাজ শুরু করব তবে ইংলিশ মিডিয়াম স্কুল এর কোন ডিরেক্টরী থাকলে অনুগ্রহ করে দিবেন, পরবর্তী সময়ে কাজে লাগবে। ৩। ছাত্রছাত্রী সংখ্যা কমপক্ষে ৪০০ এবং ততোধিক। আমাকে নিন্মুক্ত তথ্য দিয়ে সাহায্য করুন ১। স্কুল এর নাম ২।

প্রধান শিক্ষক এর নাম ৩। স্কুলের ঠিকানা ৪। স্কুলের ফোন নাম্বার (ল্যান্ড ফোন) আপনার কাছে যেটুকু তথ্য আছে তা এ দিন এমন কি শুধু স্কুল এর নাম হলে ও দিন । কমেন্ট করে দিন অথবা মেইল করুন ামরা একটা সেচ্ছাসেবী সংগঠন থেকে ঢাকায় অবস্থিত স্কুল সমূহে কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছি। এই বিষয়ে স্কুল সমূহের প্রধান শিক্ষক এর সাথে কথা বলা প্রয়োজন ।

যেহেতু সশরীরে স্কুল এ গিয়ে কথা বলা তা অনেক সময় সাপেক্ষ (উপস্থিত পাওয়া, না পাওয়া ও বিবেচ্য ) সেহেতু প্রথমিক আলোচনা ও এপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার প্রয়োজন। আপনার সংগ্রহে অথবা খুঁজে যদি একটা স্কুল এর ও ফোন নাম্বার থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। কেউ যদি জানেন কোথায় নাম্বার পাওয়া যাবে সহয়তা করুন। যদি কোন ডিরেক্টরী পাওয়া যায় আনুগ্রহ করে লিঙ্ক দিন। আমি গুগল এ অনেক খুঁজাখুঁজি করে ভাল কিছু পাই নাই ।

আমারা যেইসব স্কুলে কাজ করতে চাইঃ ১। স্কুলটির নিজস্ব একটা খেলার মাঠ আছে ২। প্রাথমিক ভাবে আমারা বাংলা মিডিয়াম স্কুল গুলু থেকে কাজ শুরু করব তবে ইংলিশ মিডিয়াম স্কুল এর কোন ডিরেক্টরী থাকলে অনুগ্রহ করে দিবেন, পরবর্তী সময়ে কাজে লাগবে। ৩। ছাত্রছাত্রী সংখ্যা কমপক্ষে ৪০০ এবং ততোধিক।

আমাকে নিন্মুক্ত তথ্য দিয়ে সাহায্য করুন ১। স্কুল এর নাম ২। প্রধান শিক্ষক এর নাম ৩। স্কুলের ঠিকানা ৪। স্কুলের ফোন নাম্বার (ল্যান্ড ফোন) আপনার কাছে যেটুকু তথ্য আছে তা এ দিন এমন কি শুধু স্কুল এর নাম হলে ও দিন ।

কমেন্ট করে দিন অথবা মেইল করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।