আমাদের কথা খুঁজে নিন

   

পোলার্ডের শট ঢাকায়

একজন মানুষ যে হারতে রাজি নয় ৷ গতকাল প্রথম আলো পত্রিকায় "মাঠের বাইরে পোলার্ড-ঝড়" শিরনামে একটা লেখা ছাপা হয়। ওখান থেকে পোলার্ডের কিছু বক্তব্য তুলে ধরছি। " পোলার্ডের মতে, যদিও উইকেট বোলাররা পাননি, বরং তাঁরা দিয়েছেন,ওরা এমন কিছু জাদুকরি বোলিং করেনি। আমরাই উইকেট উপহার দিয়েছি। ' আসল কথা হলো আমরা ভালো ব্যাট করিনি, যথেষ্ট রান করতে পারিনি।

যথেষ্ট ধৈর্য ধরতে পারিনি, এ জন্যই ম্যাচটা হেরেছি। ব্যস! "‘যে বলে আউট হয়েছি (শর্ট বল), দশটার মধ্যে নয়টাতেই আমি মাঠের বাইরে আছড়ে ফেলব। একটু বাড়তি বাউন্স ছিল, সরাসরি ফিল্ডারের কাছে চলে গেল। খেলাটাই এমন। কাল যদি আবার এই বল পাই, আমি একই শট খেলব।

এবার বল চলে যাবে ঢাকায়!’" উপরে তার বলা কথা গুলার মধ্যে একটা কথা আমার খুব খারাপ লেগেছে। " কাল যদি আবার এই বল পাই, আমি একই শট খেলব। এবার বল চলে যাবে ঢাকায়!" এই ধরনের কথার মানে কি??? তখন বাংলাদেশের সাংবাদিকরা চুপ করেছিলেন কারন বলার কিছু ছিল না। আজকে পোলার্ডকে জিজ্ঞেস করা দরকার আজকে কি হয়েছিল। আজকে বল ঢাকায় তো দূরে থাক সীমানাতেই তো পাঠাতে পারেন নাই।

মাত্র ১ টা ৪ মেরেছেন। আবার সেই স্পিনেই আউট হয়েছেন। এখন পোলার্ডের কি বলার আছে শুনতে বড় ইচ্ছা করছে। আজকে তো বাংলাদেশ অদের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে। এর পরও যদি ওদের চোখ না খুলে তখন ব্লতে ইচ্ছা করে "Are u pom gana?" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।