আমাদের কথা খুঁজে নিন

   

...............কোনটা ছেড়ে কোনটা রাখি!.................

মহান পুরুষ নিয়ে লেখার কি আছে। কদিন আগে বিয়ের ইভেন্ট প্লানিং এবং বিয়ের সহযোগিতা বিষয়ক একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নাম চেয়ে আবেদন জানিয়ে ছিলাম ফেসবুক এবং ব্লগে। অভূতপূর্ব সাড়া না পেলেও চাওয়ার চেয়ে বেশি সাড়া পেয়েছি। বিবাহিত এবং অবিবাহিতরা নিজস্ব দৃষ্টি ভঙ্গি থেকেই অসাধারণ কিছু নাম দিয়েছেন। সাদরে নামগুলো আমরা গ্রহন করেছি।

ধন্যবাদ তাদের। এখান থেকে কিছু নাম তুলে দিতে চাই আপনাদের হাতে! সিল না হোক অন্তত্ব কমেন্ট এর ঘরে কপি-পেস্ট করে জানিয়ে দিন সেরা নাম কোনটি? আপনার একটি কপি-পেস্ট ই আপনার ব্যাচেলার গিরি হত্যার সময় পাশে দাঁড়াবে। আর কেউ নয়! (বিবাহিত হলে সন্তানের বেলায় প্রযোজ্য হবে। ) বাছাই করা কিছু নাম: সানাই/ মাধ্যেম / স্পন্দন / সুপার গ্লু ম্যারেজ সেন্টার / আয়োজন/ লাভ / জীবন হালুয়া / মার্ডার / যোগ / যজ্ঞ/ দুই থেকে এক / ভাব / বাঁধন / ওয়েডিং প্লাস / পার্পল ওয়েডিং / লাড্ডু ওয়েডিং। বলে রাখি, এখনও নাম দেয়ার সুযোগ আছে।

আর পছন্দ হওয়া নাম দাতাকে আনুষ্ঠানিকভাবে উপহার তুলে দেয়া হবে প্রতিষ্ঠানটি যাত্রার শুরুর দিনই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.