এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড। ইন্টারনেটে মহাগ্রন্থ কোরআন এর যে কয় রকমের বাংলা অনুবাদ পাওয়া যায় তার মধ্যে আমি এটিকে শ্রেষ্ঠ মনে করি। সাধারণ মুসলমানদের জন্য এটি একটি অনন্য অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখা।
তর্জমা ও তাফসীর করেছেন মাওলানা আশরাফ আলী থানভি (রহ) এবং মাওলানা ফজলুর রহমান মুন্সী।
এটার অনুবাদ যেমন সহজ-সাবলীল তেমনি প্রায় প্রত্যেকটি সূরাতেই রয়েছে শানে নু্যুল এবং অপেক্ষাকৃত কঠিন আয়াতগুলোর সংক্ষিপ্ত কিন্তু সুন্দর ব্যাখা, যার অনেকগুলোই নেয়া হয়েছে তাফসীর ইবনে কাসীর ও কুরানুল কারীম হতে।
এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এতে বাংলা উচ্চারণ দেয়া আছে, কাজেই আপনি আরবী পড়তে না পারলেও এই কোরআন শরীফটি পড়তে পারবেন (যদিও শুদ্ধ উচ্চারণের জন্য কোন আরবী পড়তে শিখে নেয়ার বিকল্প নেই)।
যে বানান রীতিতে বাংলা উচ্চারণ দেয়া আছে তাও খুব সুন্দর। বইটির সাইজ একটু বড় হলেও (১৭৬ মেগাবাইট) আমি মনে করি এটা ডাউনলোড করলে বুঝতে পারবেন এটি কত সুন্দর। সুরার নামের সাথে ইন্টারেক্টিভ লিঙ্ক দেয়া হয়েছে।
Bangla Ucharon, onubad of Qur'an ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।