আমি ৫০০৯৩ নম্বর ব্লগার অন্তর্যামী, সেদিন সূর্যসন্ধ্যায় ব্রহ্মপুত্রের মঙ্গলতীর্থে মায়ের মুখশ্রী পাঠকরে আমি কি কাঁদলাম!! ধাত্রী, মাতৃত্বের ফল্গুধারা ধরিত্রী, মমত্বের অসীমকায়া ধরনী, অস্তিত্বের জননিকা, কালীঘাট, ধর্মপীঠ, সভ্যতা, জনপদের অন্তর্জাল। বি¯তৃত সূবর্ণরেখায় যুগান্তরের সমারোহে, বিপুল জলরাশির পূণ্যতোয়ায় পবিত্র হয়ে আমি শিহরিত হলাম, ভেঙে পড়লাম, অশ্র“বিন্দু সমতটে বিহ্বল। অমরাবতী নও, নও গঙ্গা, পদ্মা, ভাগীরথী, সিন্ধু কিংবা মন্দাকিনী। তুমি আজন্ম, জন্মান্তরের মায়ের মুখ, øেহসুখশীলা। পৃথ্বীরাজের বাহুবল বেহুলার অশ্র“ অহল্যার অগস্ত্যকান্না এই মেদিনী, বসুন্ধরায় দেবচিহ্নের স্মৃতিরেখা অনাদিকাল। তোমাতেই ফিরে আসা বার বার তোমাতেই শান্তি পারাবার, হাহাকার তোমাতেই আকুল-ব্যাকুল সকল আধার তোমাকেই প্রণমি শতধা-ধারায় অন্তরে, অতলে, অস্তিত্বে, অন্তরীক্ষে চিরকাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।