আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
ইউরোপে দুটি ভাষা থেকেই অন্য সব ভাষার উদ্ভব হয়েছে। একটি গ্রীক অন্যটি ল্যাটিন। এই ল্যাটিন হল আজকের ইটালী। এটাকে প্রাচীন রোমানও বলে। আজকের ইংরেজী এ বি সি আসলে রোমান বা ল্যাটিন বর্ণমালা।
এ ছাড়াও প্রাচীন হিব্রু ও আরবী ভাষারও যথেষ্ঠ মিল রয়েছে এই দুটি ভাষার উপর। পৃথিবীর বিভিন্ন সভ্যতার বিকাশে প্রাচীন রোমান প্রভাব যথেষ্ঠ বিদ্যমান। তবে এটা খুব দ্রুতই গড়ে উঠেনি। শত শত ও প্রায় হাজার বছর লেগেছে। এই কারণেই বলে Rome was not in built in a day! এটা আমার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বাক্য।
সে যাই হৌক এই পোষ্টে তুলে ধরলাম ইটালীর জাতীয় সংগীত যা সেই দেশের এক কিশোরীর অসাধারণ কন্ঠে গাওয়া হয়েছে;
The Best Anthem ever (Italian)
http://www.youtube.com/watch?v=SNSz0_XJD4s
যেকোন জাতির জীবনে ভাল ও খারাপ সময় যায়। ইটালীও এখন অর্থনৈতিক মন্দায় আছে। তবে এটা মারাত্নক র্দূনীতির জন্য নয়। মূলত অতিরিক্ত সোশ্যাল বেনিফিট দেওয়ার কারণে রাষ্ট্রীয় দেনার উদ্ভব হয়েছে। তবে ইটালীর জনগণ ও নীতিনির্ধারকরা আন্তরিকতা ও গুরুত্বের সাথে এটাকে কাটানোর চেষ্টা করছে।
বিগত ২০-৩০ বছরেরও বেশী আফ্রিকা ও ইউরোপের মিলিয়নের উপর অবৈধ অভিবাসী ও শরণার্থীদের আশ্রয় ও সহযোগীতা করে আসছে। বৃটেনে এসে তো বটেই বাংলাদেশে থাকতেও শুনেছি কোন অবৈধ বা শরণার্থী না খেয়ে তো মরেইনি বরং বিনামূল্যে সুচিকিৎসাও পেয়েছে। আর বিশেষ করে গত বছর ২০১১তে তিউনিসিয়া, লিবিয়া ও মিশর হতে কয়েক লক্ষ শরণার্থীকে যে ভাবে আশ্রয় দিয়েছে সেটা যে কোন বিবেচনাই অসাধারণ বললেও কম হবে। কিন্তু তাকে ইইউর অন্য দেশ খুব একটা সহায়তা করছে না। ইটালী বলেছিল ফ্রান্স, অষ্ট্রিয়া ও জার্মানীকে শেয়ার করার জন্য।
তারা শেয়ার তো দূর উল্টো তাদের বর্ডারেও চেকিং শুরু করে। তা সত্ত্বেও ইটালী কোন অভিবাসীকে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা দিতে কার্পণ্য করেনি। বিভিন্ন গির্জা, এনজিও সহ সামাজিক সংগঠন গুলো সমানে শরণার্থীদের যেভাবে খুশী মনে খাওয়াচ্ছে তার জন্য অনেক উচু ও মহান হওয়া চাই । আর আমাদের বাংলাদেশ একটু উদ্যোগী হলে জাতিসংঘ ও মায়ানমারকে মুখোমুখী করে রোহিঙ্গাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সাময়িক আশ্রয় দিতে পারত। কিন্তু মানবতা সবার মধ্যে থাকে না।
অথচ ইটালী ডাবলিন কনভেনশনের কারণে সব শরণার্থীদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ইইউর অন্য দেশদের বাচিয়ে দিচ্ছে। সে মোটেও স্বার্থপড়তা দেখায়নি। তাই ইটালীকে স্যালুট! মনে রাখতে হবে অর্থ সভ্যতা আনে না সভ্যতাই প্রাচুর্য আনে। আল্লাহর কাছে দোয়া করি ইটালী যেন তার অর্থনৈতি মন্দা কাটিয়ে ভাল অবস্থায় ফিরে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।