এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......
আমি বাংলাদেশের নাগরিক এতে কোন সন্দেহ নাই কিন্তু কিছু কিছু কাজ কারবার দেখলে আমি অনেক কিছুই ভুলে যাই।
........
এই যেমন আজ সকালে মিরপুর ১৪ নম্বর থেকে আসার সময় আমার চোখ হঠাৎ গিয়ে পড়লো বাংলাদেশের পতাকার উপর। বাংলাদেশ পুলিশ লাইনের ভবনের সামনে দাঁড় করিয়ে রাখা বিশাল পতাকাটা আমার নজর কাড়লো। আমি এতো বড় পতাকা এর আগে কোনদিন কোথাও দেখিনি।
আমি ভাবলাম হয়তো আমি আমি পতাকার মাপ জানি না(সত্যি এখন ভুলে গেছি) নইলে ডিজিটাল পতাকা হবে হয় তো এইটা।
এখন কেউ যদি জানেন বাংলাদেশের পতাকার সাইজ কয়টা দয়া করে আমাকে একটু জানিয়ে দিবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিতে বাধ্য থাকিবো।
শুধু সাইজ বললেই হবে না কিন্তু সাথে ব্যবহার টাও বলে দিয়েন।
আমি অনেক দিন হলো কোনপোষ্ট লিখি না। শুধুই দর্শক এখন।
আমাকে তথ্য দিয়ে উপকার করবেন। প্লিজ....প্লিজ....প্লিজ....
আপনাদের অনেক ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।