আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি রেসিষ্ট বা বর্ণবাদী - রোহিংগাদের ব্যপারে মন্তব্যে সতর্ক হোন

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা বর্নবাদের সংজ্ঞা খুব সহজভাবে বলতে গেলে, যখন কোন গোত্র বা গোষ্ঠির কিংবা গোত্র বা গোষ্ঠির সদস্যের চরিত্রকে বিশেষ বিশেষনে বিশেষায়িত করে, সেই গোত্র বা গোষ্ঠিকে খাটো করা হয় অন্য সব গোত্র বা গোষ্ঠি থেকে আলাদা চোখে দেখা হয় , তাকে বর্নবাদ বলা যেতে পারে। The Oxford English Dictionary defines racism as the “belief that all members of each race possess characteristics, abilities, or qualities specific to that race, especially so as to distinguish it as inferior or superior to another race or races” and the expression of such prejudice তারমানে আপনি যখন রোহিংগাদের ব্যপারে ঢালাওভাবে মন্তব্য করেন যে তাদের চরিত্র এরকম কিংবা তাদের চরিত্র ওরকম তাহলে আপনি বর্নবাদী বলে আখ্যায়িত হবেন। ব্যপারটি আরো নিন্দনীয় কেননা রোহিংগাদের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে যুগের পর যুগের। বার্মিজ সরকার সংখ্যালঘিষ্ঠ বার্মিজদের খুশী করার জন্য বরাবরই রোহিংগাদের উপর অত্যাচারের ষ্টিম রোলার চালিয়েছে। এরকম এটি জাতিগোষ্টিকে, যাকে বলা হায় এশিয়ার সবচাইতে নির্যাতিত জাতিগোষ্ঠি, তাদের বিরুদ্বে বিরূপ মন্ত্যব করতে গেলে আপনি সত্যিকার অর্থেই বর্নবাদী কিংবা রেসিস্ট বলে আখ্যায়িত হবেন। আরো ভয়ংকর যে ব্যাপারটি রোহিংগারা বাংগালী, বাংলা ভাষায় কথা বলে। আপনি একজন বাংগালী হয়ে আরেকজন নির্যাতিত বাংগালীর বিরুদ্ধে কথা বলছেন। আর যদি আপনি তারা শুধু মুসলমান বলে তাদের বিরোধিতা করেন, তাহলে বর্নবাদের পাশাপাশি সাম্প্রদায়িকতার কলংকও আপনার গায়ে লাগবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।