আমাদের কথা খুঁজে নিন

   

চাটগাঁইয়ে ইস্কুল.............. শিকিলি বুঝিবে, নোশিকিলি ফস্তাইবে...............(চট্টগ্রামের ভাষা শিক্ষা কোর্স)--

কথা কম, কাজ বেশি!!!! ফুরঅইন(ঝাড়ু)- ফুরঅইন নান দেত, ঘর হুছাইয়ুম (ঝাড়ুটা দে, ঘর ঝাড়ু দেব। হোয়াবাতি(বনভোজন)- ছল, বিইয়াগুন মিলি হোয়াবাতি হাইতেম জাই (চল সবাই মিলে বনভোজনে যাই)। বাইল্লে(চড়ুইপাখি)- বাইল্লের ঝাঁক ধান বিয়াগুন হাইফালাইয়ি(চড়ুইপাখির ঝাঁক ধান সব খেয়ে ফিলছে)। হইজ্জে(ঝগড়া)- তুই হইজ্জে নগরি তাইত নফারছ?(তুই ঝগড়া না করে তাকতে পারিস না?) ছেরাগ(কুপি)- আজইন্নে অইগেইয়ি, ছেরাগ জালাই দে (সন্ধ্যা হয়ে গেছে, কুপি জ্বালিয়ে দে)। ফঁঅরা(কোদাল)- ফঁঅরা ছারা মেডি হাইটটুম কেএনে!(কোদাল ছাড়া মাটি কাটবো কি ভাবে!) জান্ডা(ঝগড়াটে)- তুর মত জান্ডা মাইয়ে আর নদিহি(তোর মত ঝগড়াটে মেয়ে আর দেখি নাই!)।

ওরুম(মুড়ি)- ওরুম তেলত বাঝিলি বেসি ফুয়াত অয়(মুড়ি তেলে ভাজলে বেশি মজা হয়)। ঠাডার(বজ্রপাত)- ঠাডারর আওয়াঝে হান ফাডি জার(বজ্রপাতের শব্দে কান ফেটে যাচ্ছে)। রাতাকুরঅ(মোরগ)- রাতাকুরঅর গুস্ত হাইতি কুব ফুয়াত(মোরগের মাংস খেতে খুব মজা)। কুঁরি(মুরগি)- কুঁরি ইবে আইজু আন্ডাহা নফারের!(মুরগিটা এখনো ডিম দিচ্ছেনা কেন!)। ফজরত(সকালে)- ফজরত ওডি ফালাফালি কিল্লেই গরদ্দে?(সকালে ওঠেই লাফালাফি করছিস কি জন্যে?) টাডাবার রইত(তীব্র রোদ)- এই টাডাবার রইতুত হন্ডে যদ্দে?(এই তীব্র রোদে কোথায় যাচ্ছিস?)।

দেইত ফারা(পছন্দ করা)- তুই ইতেরে দেইত নফারাছদে কিল্লেই(তুই ওকে পছন্দ করিস না কেন?)। মুরঅ(পাহাড়)- মুরঅর গাচ বিয়াগুন হাডি ছাব গরি ফালাইয়ি(পাহাড়ের গাছ সব কেটে পরিস্কার করে ফিলছে)। দারগো(লাকড়ি)- এক হোঁজা দারগো লই আয়(এক আটি লাকড়ি নিয়ে আই)। অবাইজ্জেহুয়ালি(হায়হায়)- অবাইজ্জেহুয়ালি! তুই বয়ুরে কিল্লেই ফিডুদ্দে!(হায়হায়!তুই বউকে কেন পিঠাচ্ছিস!)। কিরকি(জানালা)- কিরকি কুলে দে(জানালা খুলে দে)।

হরঅ(টক)- আমওন যে হরঅ!(আমগুলো যে টক!)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।