আমাদের কথা খুঁজে নিন

   

। । মৌমিতা ,যখন পুড়িবে তোমার চোখের কাজল ! । ।

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... মৌমিতা , তোমার দুই চোখ আজ আমি পুড়িয়ে ফেলব দাহ্য আগুনে ! যে চোখে এনেছ ডেকে – রৌদ্রের অন্ধকার , দানবীয় ত্রাস বুভুক্ষু কামনা , রাতের সর্বনাশ ! মৌমিতা , তোমার এই দুই চোখ আজ আমি পুড়িয়ে ফেলব প্রকৃত আগুনে ! নির্জন এই ট্রেনের কামরায় আজ আর কেউ নেই , যেমনটা ছিল না কেউ গত ফাল্গুনে । মৌমিতা ,যখন পুড়িবে তোমার চোখের কাজল দাহ্য পাতায় পাবে মৃত্যুর সুঘ্রাণ । তখন বুঝিবে তুমি , আগুনেরও আছে রূপ , আছে গন্ধ - স্বাদ মনে পরবে সেই ফাগুনের বিস্মৃত অপরাধ ! কেন আকাঙ্ক্ষিত ভোগ্য নারীদেহ সমগ্র বহুগামিতায় হার মানে তোমার কাছে ? কোথায় হারাও , কারে চোখে ডাকো রাতের আঁধারে ? ভেবেছ কি তুমিই পাবে সব ? সুদর্শন যুবকের উন্মুক্ত বুক কামিনীর লাল ঠোট , যত রূপ , বিত্ত -বৈভব ? মৌমিতা তোমার দুই চোখ আজ আমি পুড়িয়ে ফেলব বাস্তবিক আগুনে !  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।