আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহবিষয়ক ব্যাকুলতা নিয়া ফাটাফাটি ছডা। অবিবাহিত এবং লুল সমাজের অবশ্যপাঠ। (না পডলে আপ্নের লস)

ফেবুতে আছি এই ঠিকানায়: http://facebook.com/kaysar.shamil "শাদী মুবারক" আববু বলে নয়ন মনি আম্মু বলে খোকা || পাশের বারির মাইয়াডা কয় আমি নাকি বোকা। উঠটি বয়স নজর খানি এদিক ওদিক যায় || না জানি হায় মনটা আমার কখন যে কি চায়। এইট কেলাশে পডি আমি টেন কেলাশের মন || আমায় দেইখা অনেক কতা কয়রে অনেক জন। প্রতিবেশি লোকেরা কয় নয় ছেলেটা ভালো || বাপে আমায় বলে কিনা তুই জগতের আলো। এবার বলি আসল কথা জাগল মনে সাধ || মায়ের কাছে দিলাম আমি বিয়ার অজুহাত।

এই বয়সে এসব কথা মানতে ক'জন পারে || আপাদত জোরে করে একটা ধমক মারে। রাত পেরোলে দিনের আলোয় উঠল গগন হেসে || আমার মনে বিয়ার আশা জাগলো প্রবল বেশে। মতিগতি খারাপ দেখে মা বললেন বেশ || জামাই বাবু সাজবি বতে ইন্টার কর শেষ। আশায় আশায় দিন কেটেছে রাত কাটেনা আর || পাশের বাডির বিয়ে দেখে মনটা ভীষন ভার। দুইটা বছর কাটলো শোকে টেন করেছি পার || শরীর আমার তরুন তাজা কে ঠেকাবে আর? তপ্ত মাথা রপ্ত করে মাকে আবার বলি || বয়স হল মাগো আমার আর কেমনে চলি? রাগের মাথায় মা তখনো বললো নাতো কিছু || আঁচল ধরে হাটা দিলাম মায়ের পিছু পিছু।

মা গিয়ে কয় বাবার কাছে সোনার ছেলের সাধ || ভেঙে গেল বাবার মনের সকল আশার বাঁধ। নয়ন ভেজে চোখের জলে স্বপন ভরা শোক || এই জীবনে দুইটা বছর আবার হলো যোগ। ইন্টার পাশ করেছি আমি ভাবছি পাশের পরে || বিয়ের সানাই বাজবে এবার এই অভাগার ঘরে। বুক ভরা এক আশা নিয়ে বলছি এবার মা'কে || ইন্টার পাশ শেষ হয়েছে বৌ আন রুপ দেখে। মা বললেন মুচকি হেসে আচ্ছা বাবা শোন || বয়সটা তোর হলো কত এক নিমিষে গুন? বুঝতে আমার রয়না বাকি সয়না এমন আর || আর কতকাল রইব একা মনটা হলো ভার।

মনে মনে ভাবি আমি নাইবা হলো শাদী || প্রেম করিতে দোষকি তাতে সময় কাটে যদি? প্রেমের খোঁজে ব্যাস্ত হলাম সব দিলে নক করি || সিট খালি নাই সবাই বলে আই এম ভেরি সরি। ভার্সিটিতে ছাত্র ভালো এইটুকু দাম আছে || মেয়েদের তাই নোট দিয়ে যাই একটু বসি পাশে। আমার মনের খবর কভূ কেউতো নাহি নিলো || প্রেমের কথা বললে সবাই করুন ব্যাথা দিল। ভালোবাসার উঞ্চ আশা আমায় দিলো ফাঁকি || বুকের ভেতর কষ্টগুলো আডাল করে রাখি অবশেষে দিন কেটেছে বছর হলো পার || মনের ভেতর সুপ্ত আশার খুলে গেল দ্বার। ২১ হলো বয়স আমার এইতো শাদীর ক্ষন || মায়ের কাছে বললাম আবার উজাড করে মন।

মা বললেন, যা খুঁজে নে করবি যাকে বিয়ে || দেখবো আমি রুপখানি তার তার আনবি ঘরে নিয়ে। হঠাৎ দেখি রাস্তার ওপার এক রুপসী যায় || চোখের পলক পডছেনা আর চলছি দ্রিডপায়। মনের কথা বলবো তাকে বাসবো ভালো খুব || হঠাৎ শুনি জোরেসোরে শব্দ হলো ধুপ। লুটিয়ে পডি মাটির উপর পা দুখানি ভাঙ্গা || ধাক্কা দিলো বাসটা মোরে রক্তে শরীর রাঙা। জ্ঞান হারিয়ে জ্ঞান পেয়েছি হাসপাতালে শুয়ে || পাশে বসে আমায় ধরে কান্দে আমার মায়ে।

লেংডা হয়ে পডে ছিলাম দুইটি বছর হলো || ছয় বছরে পা দুখানি আবার হলো ভালো। বিয়ের সানাই বাজবে এবার জমবে এবার মজা || থাকবে রাণী পাশে আমার সঙ্গে আমি রাজা। কনের বাডি কনে দেখি মায়ের পাশে বসে || আমায় দেখে কনে যেন মুচকি করে হাসে। শশুর মশাই বলে কিনা জামাই গেল কই? এই টাকলুর কাছে মাইয়া দিতে রাজি আমি নই। শশুর মশাইদের কথা শুনে দুঃখ পেলাম ভারী || পাবোনা কি কোন দিনও এই জীবনে নারী? বয়স আমার এত বেশি উপর তলা খালি || বিয়ার খায়েশ মিটলোনা মোর পাইলাম না আর শালী।

একা ছিলাম, একা আছি একাই আমি রবো || এই জীবনে সঙ্গী করে আর কাউকে না পাব। বিয়ার আশা, ভালোবাশা কিছুই না মোর হলো || সঙ্গী বিহীন একটি জীবন নিঃস্ব হয়ে গেল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।