যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা সন্মানিত ব্লগারবৃন্দ,
আমি সূদ-কষা, এবং পিতা-পূত্রের অঙ্ক করার জন্য একটি খাতা কিনতে চাই। সেটা বাধানোও হতে পারে আবার খুচরা হলেও হতে পারে। যদি বাধানোটা কিনি সেক্ষেত্রে, কোন কোম্পানির, কত পেজের কিনলে পোষাবে, মুল্য কত হবে, কাগজের মান কেমন হবে, তাপমাত্রা কেমন হওয়া উচিত, উপরের মলাটের প্রচ্ছদ কেমন হলে ভালো হয়, মলাটের উপরে পলিথিনের প্রলেপ আছে কিনা, পানিতে ভেজালে ভিজবে কিনা, আই মিন ওয়াটার প্রুফ কিনা, এই গুরুত্ব পূর্ন বিষয় গুলি জানতে চাই।
আর যদি খুচরা কিনি তাহলে, কোন ধরনের হবে? কর্ণফুলি নাকি নিউজপ্রিন্ট নাকি বাঁশপাতা নাকি অন্যকিছু? ডাইমেনশন কত হবে? দিস্তা প্রতি মুল্য কেমন পড়বে? কাগজ ভ্রমর দিয়ে ফুটো করা যাবে কিনা, গেলে কোন ধরনের কাগজে কতটুকু পরিমান ক্যালরি খরচ করতে হবে? ওই কাগজের জন্য কি ধরনের ভ্রমর কিনলে ভালো হবে? মুল্য আনুমানিক কত হতে পারে? ভ্রমরের বাট লাল হলে ভালো হবে নাকি ধূসর বর্ণের হওয়া বাঞ্চনীয়?
ওই কাগজ বাধাতে কি ধরণের সুতা উপোযগি হবে? সুতার রঙ কেমন হলে ভালো হবে? মুল্য কেমন হবে। শুনেছি সুতার মুল্য নাকি অনেক বেড়েছে।
আসলে কতটুকু পরিমান বেড়েছে? এক্ষেত্রে সন ২০০০ থেকে বর্তমান মুল্যসূচক উল্লেখ করলে বাধিত থাকতাম।
ও হ্যা, অবশ্যই এমন কাগজ অথবা খাতা রেফার করবেন যেটা দিয়ে আমি পরবর্তিতে প্লেন বানাতে পারব। অথবা, নিকটস্থ ভাঙ্গাড়ির দোকানে, উচ্চ-ন্যায্য মুল্যে বিক্রি করতে পারব।
কাগজে লেখা-লেখির জন্য আমার আমার একটি কলমও দরকার। কলমের মুল্য ১-৫ টাকার মধ্যে হলে ভালো হয়।
এক্ষেত্রে কি ধরণের কলম কিনলে ভালো হবে? কোন কম্পানির? কলমের রঙ কেমন হবে? কলমের কালির রঙ কেমন হলে ভালো হয়। দয়া করে ভালো কোন কম্পানির কলম রেফার করবেন। কিছু কলম আছে, বুক পকেটে রাখলে কালির বন্যায় ভাসিয়ে দেয়। ওই ধরণের কলমের কথা যদি কেউ বলেন, তাহলে কিন্তু আমি তাকে ব্লক করব বলে দিচ্ছি।
দয়া করে উপরোল্লিখিত গুরুতেপূর্ন বিষয়গুলি সম্পর্কে আপনাদের সু-চিন্তিত মতামত দিয়ে আমাকে বাধিত করবেন।
সকলকে আগ্রিম ধন্যবাদ, শুভকামনা জানবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।