একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
এখানে আসার পর দেখলাম অশ্লীল ভাষা এবং গালাগালি নিয়ে খুবই তুলকালাম অবস্থা চলছে। কিন্তু এর মাঝেও কিছু ভালো লেখক তাদের সুন্দর সুন্দর লেখা দিয়ে আমাদের কে ধন্য করছেন। আজকের এই গল্পটা বিশেষ কারো উদ্দেশ্যে লেখা নয়। এটা একটা উপদেশমূলক লেখাঃ
সুমন নামে একটা ছেলে থাকে কলাবাগান। সে খুবই ধার্মিক একটা ছেলে।
কেউ কখনো তার নামে কোনো অভিযোগ করতে পারেনি। একদিন সেই সুমন ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নিজের মনে চিন্তা করতে করতে। ঠিক এমন সময় একটা মধ্য বয়স্ক মহিলা এসে বিনা কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলো। ঐ মহিলা অনেক্ষন ধরে সুমনকে অনেক বাজে কথা বলতে থাকলো এবং সুমন চুপচাপ শুনতে থাকলো। শেষে মহিলাটি যখন ক্লান্ত হয়ে থামল তখন সুমন হাসি মুখে মহিলাটিকে বলল,” আপনার দিন সুন্দর হোক আশা করি।
“ এবং নিজের পথে চলে গেল।
সুমন কেন এভাবে ব্যবহার করল? সে কিন্তু ইচ্ছা করলেই মহিলাটির গালির উত্তর দিতে পারত!
এর কারণ হল, সুমন জানে যে আমরা যা করি তা আসলে আমাদের নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ। কেউ যদি বাজে ভাষা ব্যবহার করে কাউকে সমানে গালিগালাজ করে যেতে থাকে তাহলে বুঝতে হবে সে সৃষ্টিকর্তার সংস্পর্শ থেকে বহু দূরে চলে গেছে এবং তার অন্তর কলুষিত হয়ে গেছে।
আর যারা সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করতে চান তারা কখনই বাজে ভাষা ব্যবহার করেন না। কারণ তারা জানে যে তাদের চরিত্র কাজের মাধ্যমে প্রকাশিত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।