এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... এই কিছুক্ষন আগে আমি আমার পিসিতে উইন্ডোজ সেভেন নতুন করে সেটআপ দিলাম..। দেয়ার পরই দেখি ডি ড্রাইভের এই অবস্থা। ভাবলাম সেটআপ মনে হয় ঠিক মত হয়নি। আবার মারলাম কিন্তু কোন পরিবর্তন নাই। খুব টেনশনে আছি রে ভাই।
অফিসের ৯০% ডকুমেন্ট এই ড্রাইাভে আছে। এর আগে (মানে সেটআপ দেয়ার আগে) মনে হয় কোন এক পটু এই ড্রাইভটাতে পারমিশন সেট করে দিছিল সেইটাই এখন এই সমস্যার সৃষ্টি করতাছে কিনা তাও ভালো বুঝতে পারতাছিনা। কারন এই ড্রাইভের প্রোপার্টিজে গেলে এইটা দেখাচ্ছে। তারপরও ক্লিয়ার না যে আদৌ এইটা আসল সমস্যা কিনা। কেউ একটু সমাধান দেননা ভাই।
নাইলে আমার চাকরি পুরাই শ্যাষ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।