কাজ না... শুধুই অকাজ!! চলে যাচ্ছ, রেখে যাচ্ছ স্মৃতি... শুকনো পাতার মত পড়ে থাকা স্মৃতি রেখে চলে যাচ্ছ। দুপুরের কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে থাকা হত দরিদ্র বৃদ্ধর কষ্ট ফেলে চলে যাচ্ছ, বৃষ্টি ফোঁটার জন্য অপেক্ষা করতে করতে মূর্ছা যাওয়া তরুলতার শেষ না দেখে চলে যাচ্ছ... সন্ধ্যার অন্ধকারের ভেতরে ক্লান্ত পাখিটি- কোথায় ঘুমুবে না জেনেই চলে যাচ্ছ; বিল্ডিঙ্গের ইটের ভেতর বন্দি তরুণীর মনের কষ্ট না বুঝে চলে যাচ্ছ!! চলে যাচ্ছ তোমাকে নিয়ে ভাবাতুর অনেক বিজ্ঞের প্রশ্নের উত্তর না দিয়ে, চলে যাচ্ছ কালকের জন্য অপেক্ষায় থাকা অজস্র নবীন চোখের কৌতূহল না জেনে, চলে যাচ্ছ তোমার যাওয়া না যাওয়ায় উদাসিন, ভাব-লেশহীন, ভবঘুরে পাগলের পাগলামি বুকে চেপে!! এইতো তুমি চলে যাচ্ছ... ভোর হলেই চলে যাচ্ছ...!! তুমি চলে যাচ্ছ তবু রেখে যাচ্ছ আশার ঝুড়ি, তুমি চলে যাচ্ছ তবু রেখে যাচ্ছ তোমার রং তুমি চলে যাচ্ছ তবু রেখে যাচ্ছ শুকনো পাতা যে পাতায় লেখা আছে তোমার ইতিহাস। তুমি জানো কেউ সে লেখা পড়ে দেখবে না, আমার মত অগণিত নির্বোধ জুতোর নিচে দাবিয়ে দেবে সব... কাল আর কারও চোখে থাকবে না আফসোস। হয়তো গত এক বছর জড়ো পদার্থের মত বসে থাকা অপদার্থটির চোখেও থাকবে না কোনও পশ্চাতাপ!! কিন্তু তুমি তবুও নিভৃতে সবার মাঝে থাকবে অমলিন... কোন অকৃতজ্ঞ নির্লজ্জ তোমাকে মনে না রাখলেও তোমাকে ইতিহাস ঠিকই মনে রাখবে, তুমি যতই হারিয়ে যেতে চাও- বাংলার প্রতিটা মানুষের মনে, গোপনে, তুমি বাঁচবে। তুমি চলে যাবে, কারণ কাল একটা নতুন সূর্যোদয় হবে... ------------------------------------------------------ "১৪১৯" রায়ান ঋদ্ধ সন্ধ্যা ০৬:১৩ শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।