আমার বাবার নিজের এক খানা আম্র বাগান আছে । গাছের সংখ্যা প্রায় ৭০ (৫৮বড় বাকি ছোট) । আমাদের এলাকাটায় রাস্তা ঘাটের উন্নয়ন নাই । আমাদের আসে পাশে বেশ কিছু বাগান আছে । কিন্তু আমাদের এলাকায় আমের ব্যাপারী না যাওয়ার কারনে আমরা আমের দাম পাইনা ।
গত ১ জুন আমি আমার বাগানের আম ও লীচু নিয়ে ঢাকায় গিয়েছিলাম । যাদের কাছে গিয়ে ছিলাম তারা সবাই চাকুরীজিবী । তাই তারা বাগান কিনতে পারবে না, তাদের পরামর্শ ছিল কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো ও টাকা নেওয়া । এই বিষয়ে আগেই চিন্তা ছিলো তাই ঝট পট কাজে লেগে গেলাম । আমার দুই বন্ধুর সাহায্যে গত কাল সাই টা দাড় করালাম ।
সাইট টি মানুষের নজর কাড়তে সক্ষম হলেও আমাদের দেশে সেরকম সিস্টেম না থাকার কারনে কেউ অর্ডার দিতে সাহস পাচ্ছেনা । তবে অনেকে ধন্যবাদ দিয়ে ফোন করছে, আমি শুধু ডিবিবিএল এর মাধ্যমে আগেই টাকাটা নেওয়ার অপশান রেখেছি । এই অবস্থায় আমার কি কি পদক্ষেক নেওয়া দরকার যাতে করে আমার ক্রেতারা আমাকে বিস্বাস করতে পারে । তারাও নিরাপদে মাল পায় আর আমিও টাকা পাই ।
আমার সাইটের লিংক http://www.bdagromarket.com/
বি: দ্র: এটা একটা কাজের পোস্ট তাই কেউ ফান বা অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না প্লিজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।