আমাদের কথা খুঁজে নিন

   

দারুন খবর"""""কাল আসছে ২৫ টাকার স্মারক নোট""""""দারুন খবর

বঞ্চনার শক্ত হাত আজন্ম বেধে রেখে আমাকে করেছে দুঃখী । । সরকারের টাকা ছাপানোর প্রতিষ্ঠান দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের (এসপিসিবিএল) ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ২৫ টাকার স্মারক নোট ইস্যূ করতে যাচ্ছে। কাল শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে স্মারক নোট গাজীপুরের এসপিসিবিএল থেকে ছাড়বেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে মুক্তকরার পর বাংলাদেশ ব্যাংক অফিস হতে ফোল্ডার ও খামসহ প্রতিটি ১০০ টাকা এবং শুধুমাত্র নোট ২৫ টাকা নগদ মূল্যে সংগ্রহ করা যাবে।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা হতেও নগদ মূল্যেও স্মারক নোট ক্রয় করা যাবে। উল্লেখ্য স্মারক নোটটি বিনিময়যোগ্য নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান স্বাক্ষরিত ১২৩ মি.মি.  ৬০ মি.মি. আকারের স্মারক নোটে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি, বিভিন্ন মূল্যমানের নোটের প্রতিকৃতি, দোয়েল ও হরিণের ছবি থাকবে। নিচে এসপিসিবিএলের রজত জয়ন্তী ১৯৮৮-২০১৩ লেখা থাকবে। উপরের দিকে বাংলায় ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা থাকবে।

এছাড়া নোটের আড়াআড়িভাবে বাংলাদেশ ব্যাংক এবং বামদিকে আড়াআড়িভাবে সিলভার জুবলি অব এসপিসিবিএল লেখা থাকবে। নোটের পিছনের দিকে এসপিসিবিএল ভবনের প্রতিকৃতির নিচে ছোট করে ‘এসপিসিবিএল ভবন’ লেখা থাকবে। ভবনের উপর এসপিসিবিএল এর ২৫ বছর পূর্তির লোগো, ভবনের সামনে জাতীয় পতাকার প্রতিকৃতি এবং উপরের ডানদিকের কোণায় বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম থাকবে। লেখাটি নেওয়া হয়েছে এখান থেকে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।