জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক ব্রাহ্ম সময় ধরলে প্রথম প্রহর শুরু হবে প্রায় ৩ টার দিকে। দিন শুরু তো তখনই। ততক্ষণ জেগে থাকা একটু রিস্ক হবে। আবার ওটা ধরলে মুরতাদ বলার চান্স আছে, তাই বাদ দিলাম। সূর্যোদয় ধরলে দিন শুরু হবে ৬টার দিকে। আমি যোগী না; একটু অলস টাইপ। তাই অত সকালে ঘুম থেকে উঠতে পারব না। সেটাও বাদ দিতে হচ্ছে। তাই এখনই - ১৪২০ বঙ্গাব্দের শুভেচ্ছা !!! বাংলা নববর্ষের রঙ্গ দেখে - দিলে ছদমা - লাগার লোকের সংখ্যা এদেশে দ্রুত কমে আসুক ঘুম থেকে উঠে পারলে, আয়েশ করে আরেকবার জানাবো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।