শরীরে আচড়ের দাগ, নষ্ট হল বুঝি আবার মানবতা! আজকে আমার ব্লগ লাইফের দুই বছর হইল। এই দুই বছরে সামু, শব্দনীড়, প্রথম আলো, চতুর্মাত্রিক, সরব এরা আমাকে এত বেশি দিয়েছে যে ব্লগের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। বিনিময়ে আমিও চেষ্টা করেছি বাংলা ব্লগকে আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে কিছু দিতে। কিন্তু এই দুই বছরে আমি সামুর কাছ থেকে, তার পাঠকদের যে ভালবাসা পেয়েছি তার কোন প্রতিদান হয় না। আমি ভাবছিলাম আমি আজীবন সামুর একজন হয়ে থাকব।
কিন্তু গত কয়েক মাসের অব্যাহত নোংরামি এবং একে একে আমার বন্ধুদের ব্লগ ছাড়তে দেখে আমি ভয়ানক ভাবে বিরক্ত। তিন মাস আগেও আমি প্লান করেছিলাম খুব মজা করে পোস্ট করব আমার দ্বিবর্ষপূর্তি পোস্ট। কিন্তু এই সব নানামাত্রার ক্যাচালে ব্লগে পোস্ট দেয়ার ইচ্ছেটাই এখন মৃতপ্রায়। ব্লগে কবিতা চর্চার আর কি সুষ্ঠু পরিবেশ আছে ? মনে হয় না। আমরা ব্যর্থ, লাস্ট বেঞ্চি কবিদের ভেগে যাওয়াই মঙ্গল।
যাই হোক, এত ছোট পোস্ট দিচ্ছি বলে ক্ষমাপ্রার্থী। আমি আসলে এরকম পোস্ট দিতে চাইনি। বাট আমার চেয়েও সামুর চাওয়া আরো বেশি কিছু। ব্লগে লেখবার জন্য আমি চেষ্টা করে যাব আপ্রাণ। সামু কি লিখতে দেবে আমাকে ?
পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কয়েকটা লাইন
১)
আমাদের কোন কিছুই থাকে না আর
আগের মত, থাকে না মউ বনে
ভ্রমরের অপাপবিদ্ধ মৌতাত!
সব কিছু হারিয়ে যায় প্রগাঢ় অন্ধকারের
ওই সীমান্তের কাছাকাছি,
কবিতার শব দাহ হয় যেখানে!
২)
আমি তো এখন মৃতপ্রায়
লিভিং ফসিল এক
আমার সাধনায় লেগেছে জন্মান্তরের ঘুন
মড়ক লেগেছে শব্দে, কবিতায়!
৩)
কিছু কিছু সময় আসে
থেমে যেতে হয়
কিছু কিছু হৃদয় জানে
কখন বিদায় ?
কবিতা আমায় দিয়েছে এখন, অসম্ভব এক ছুটি
বিদায় চুম্বণের সৌজন্যটুকু সে
ঘৃণায় করেছে প্রত্যাখান,
কবিতার সাথে ঘর বাধা হল না বোধহয় আর !
সব লেখাদের তাই থেমে যেতে হয় একে একে
অধুনালুপ্ত ভাষাহীন
দীর্ঘশ্বাসে...
৪)
ফিরে যদি না আসি, ভুলে যেও।
কেউ মনে রেখ না, মিলিও না বিষাদ লিরিকে কান্নাতুর কণ্ঠের ছাঁচ! স্মৃতি মানেই দু:খের সাথে তার অবিনাশী সহবাস।
পুনশ্চ: সবাইকে এই অর্থহীন ব্লগ পড়ার জন্য একগাদা অভিশাপ, কবিতার কড়ালগ্রাস লাগুক তোমাদের উপর। কথাগুলো কবিতা হোক, ক্যাচালগুলো ছন্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।