আমাদের কথা খুঁজে নিন

   

হয়ে উঠুন স্মার্ট , হ্যান্ডসাম, কিউট , সুইট এন্ড ডেসিং । (বৈশাখী পোস্ট )

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" আমাদের মধ্যে অনেকেই আছে নিজেকে নিয়ে সবসময় হতাশায় ভুগেন । দেখতে কিউট, স্মার্ট ,হ্যান্ডসাম না হওয়ার কারনে নিজেকে মনে মনে অনেকেই ছোট মনে করেন । উচ্চতা কম হওয়ার কারনে নিজেকে অনেক অসহায় ভাবেন । তাদের জন্য এবং অন্য সবাই যারা স্মার্ট / হ্যান্ডসাম/ ডেসিং হতে চান তাদের জন্য এই পোস্ট । স্মার্ট , হ্যান্ডসাম, কিউট , সুইট এন্ড ডেসিং হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গ্রুমিং।

এর সাহায্যে খুব সহজেই স্মার্ট , হ্যান্ডসাম, কিউট , সুইট এন্ড ডেসিং হওয়া যায় । প্রথমেই এমন একটা হেয়ার স্টাইল নিতে হবে যেটাতে আপনাকে মানায় । প্রয়োজনে চুল কাটুন । চুল কাটলেই বেশি ভাল হয় । কারন চুল কাটানোর পর লুক চ্যাঞ্জ হয়।

অবশ্যই আপনার চুল ক্লিন এবং সাইনি হতে হবে । চুল সাইনি এবং ক্লিন করার জন্য একটা পেয়াজের অর্ধেক এবং একটা লেবু লাগবে । প্রথমেই পেঁইয়াজের অর্ধেক এমন ভাবে মাথায় ঘষতে হবে যেন পেয়াজের রস চুলের গোড়ায় পৌছায় । এরপর একই ভাবে লেবুর রস চুলের গোড়ায় লাগান । আধা ঘন্ঠা এভাবে রাখুন ।

তারপর ভালমত শেম্পু করুন । সানসিল্ক ব্ল্যাক সাইন ইউজ করতে পারেন । সিউর হোন যে চুল থেকে পেয়াজ়ের গন্ধ ছড়াচ্ছেনা । তারপর চুল মুছে আয়নায় ম্যাজিক দেখুন । চুল সেট আপের জন্য জেল,ক্রিম লাগাতে পারেন।

অবশ্যই আপনার হাতের এবং পায়ের নখ ক্লিন এবং কাটা থাকতে হবে । মেয়েরা এক্সট্রা নেইলও লাগাতে পারেন । নেইলপলিশ দিয়ে আজকাল অনেক ডিজাইন ঘরেই করা যায়। আপনার প্রিয় ব্রান্ডের পাঞ্জাবি/টিশার্ট/প্যান্ট / শাড়ি কিনুন । ফ্যাশান ম্যাগাজিন গুলোতে চেক করলেই আপনার পছন্দের পাঞ্জাবি/টিশার্ট/শাড়ি/জুয়েলারী/প্যান্ট ইত্যাদি পেয়ে যাবেন ।

অথবা নিকটস্থ শোরুমে চেক করুন । দাঁত পরিষ্কার রাখতেই হবে । মাউথ ওয়াস করতেই হবে । সিউর হোন যে আপনি কথা বলার সময় মুখ থেকে গন্ধ বের হচ্ছেনা । যাদের খুব বেশি সমস্যা তারা সবসময় সাথে সেন্টার ফ্রেশ / সেন্টার ফ্রুট / মেন্টোস ইত্যাদি রাখুন ।

অবশ্যই আপনার কাপড় যা আপনি পরিধান করবেন সেটা ওয়েল আইরন্ড হতে হবে । আপনার ক্লাস এন্ড লেভেল মেইন্টেইন করার জন্য জুতা খুব দরকারী জিনিস। যত দামি জুতা কিনা সম্ভব কিনুন । আপনার পছন্দের বডি স্প্রে / লোসন / পারফিউম ইউজ করুন । আপনার পছন্দের ব্র্যান্ডের হাত ঘড়ি / সান গ্লাস পরুন ।

অবশ্যই সবসময় হাসি মুখে থাখুন । ঝুকে ঝুকে বা হেলে দৌলে হাটা যাবেনা । স্ট্রেইট হাটুন । এটা খুবই জরুরী। হেসে হেসে কথা বলুন ।

আস্থে আস্থে শান্ত ভাবে থেমে থেমে কথা বলুন । কথা বলতে হবে কনফিডেন্টলি। উপরে যেভাবে বর্ননা করেছি সেভাবে যদি আপনি অনুকরন করেন তবে আপনার ফেস (মুখ) যদি দেখতে কিউট , সুইট নাও হয় , আপনি যদি লম্বা বা হেলদি নাও হোন তারপরেও আপনার কনফিডেন্স লেভেল এত হাই হবে যে সেটার প্রভাব আপনার চেহারার উপর পড়বে । যা আপনাকে সবার নজর কাড়তে সাহায্য করবে । উক্ত পদ্ধতি অবলম্বন করে আপনি অনেক লম্বা বা বডি বিল্ডারের চেয়েও নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন পৃথিবীর যে কোন জায়গায়।

সবাইকে বৈশাখী শুভেচ্ছা । শুভ নববর্ষ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।