আমাদের কওমি মাদ্রাসার লক্ষ হচ্ছে শুধু মাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি। আমাদের দুনিয়াবি কোন চাওয়া পাওয়া নেই।
আমাদের একমাত্র লক্ষ জান্নাত!
আমরা মুসলমান হয়েছি .এখন আমাদের জন্য প্রয়োজন আল্লাহ পাকের পরিচয় লাভ করা।
আর সেটা ভালোভাবে জানা যাবে কওমি মাদ্রাসার যেই নিয়ম রয়েছে সেই অনুযায়ি পড়া ও চলার মাধ্যমে।
তবে আমরা অনেক মাদ্রাসার ছাত্ররা সেইভাবে পড়িনা ও চলিনা।
সেটা আমাদের দোষ।
সেটা কখনোই মাদ্রাসার দোষ না।
মাদ্রাসা ব্যবস্হা এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে চলে আসছে।
তাঁর যুগের আসহাবে সুফ্ফার আধুনিক রূপ আমাদের বর্তমান মাদ্রাসা রূপ। আমাদের মাদ্রাসা ব্যবস্হা ইহুদি ও নাসারাদের প্রর্বতিত নয়।
অনেকেই বলে আমাদের ভবিয্যত অন্ধকার। আমারা চাকরি বাকরি করতে পারিনা।
আচ্ছা বলুন তো মানুষ কামাই রোজগার করে কিসের জন্য ?
ঠিক বলেছেন বেঁচে থাকার জন্য।
আল্লাহ তায়ালা সারা পৃথিবীকে খাওয়ায়। আল্লাহ তায়ালা সবাইকে খাওতে পারে . আর আমরা তার কোরআন বোঝার জন্য জীবন উর্ত্সগ করে দিচ্ছি আমাদের কি আল্লাহ পাক খাওয়াবেননা? অবশ্যই খাওয়াবেন।
আমদের যদি এতটুকু আস্হা আল্লাহর উপর না থাকে তাহলে আমাদের কওমি মাদ্রাসায় পড়ার কোনই দরকার নেই। এলমে দ্বীন শিক্ষা করতে হলে নিজেকে র্পূণ ভাবেবিলীন করতে হবে.তাহলে হয়ত সামান্য এলেম আসতে পারে। এলেম ওয়ালারা সারা জীবনই কষ্ট করে গেছে।
যারা দুনিয়াকামি তারা যেন কখনো কওমি মাদ্রাসায় না পড়ে।
দ্বীনের সাধারান বিদ্যার জন্য আলিয়া মাদ্রাসা আছে ।
যা পড়ে দুনিয়া ও আখেরাত সর্ম্পকে যথেষ্ঠ বিদ্যা আছে। তবে কোরআন সর্ম্পকে গভীর ঞ্জান জানার জন্য কওমি মাদ্রাসায় পড়তে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।