মস্তিষ্কের সেক্স নিউরণের অনবরত সাময়ীক অনুরনণ; যেন হঠাৎ ঢিল পড়ল নিথর জলের মাঝখানে। তার পর এ মহজগতের সব সম্পর্ক বেমালুম ভুলে- অদৃশ্য স্বর্গের পরম সুখের পারাবারের গহীনে বিচরণ ; যেন ঢিলের কেন্দ্র বিন্দুতে ঝড়ের মাতম । রক্তের সব কনিকার টগবগে নাচন, ঘন ঘন উত্তপ্ত নিশ্বাস, আমাদের আদিম উন্মাদ ব্যবহার; যেন ঢিলের কেন্দ্রে উৎপন্ন ঢেউ তেড়ে আসছে তীরে আছড়ে পড়ার জন্য ! অতঃপর আমার মস্তিষ্ক নিসৃতরস তির্যক বেগে ছুটে গেল- তোমার অন্ধকার উর্বর জমিতে ! ঢেউ যেন কাঙ্খিত তীরে আছড়ে পড়ল । জৈবিক ঝড় শেষে বিধ্বস্ত আমরা দু'জন দু'দিকে । অবশেষে অবচেতন থেকে চেতনে ফিরে- বার বার নিজেকে ধিক্কার ! ছিঃ ! এ সবের কি ছিল দরকার " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।