My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home জগৎ বিখ্যাত ইসলামি চিন্তানায়ক অধ্যাপক সাইয়েদ কুতুব শহীদের নাম হয়ত কেহ শুনেছেন আবার হয়ত কেহ শুনেননি। ক্ষনজন্মা এই ইসলামি চিন্তানায়কের জন্ম মিশরে। ইসলামের একজন আধুনিক ব্যক্ষাদাতা হিসাবে তিনি সমান গৌরবের অধিকারী। ফি যিলালিল কুরআন নামক এই তাফসিরটি লিখেছেন তিনি এক বৈপ্লবিক বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি নিয়ে। যারা পূর্বে অনেক ইসলামি সাহিত্য পরেছেন কিন্তু আপনার মধ্যে কোন পরিবর্তন আসেনি তাদের নিকট মুসলিম ভাই হিসাবে আমার অনরোধ একটি বারের জন্য হলেও এই তাফসিরটি পরুন দেখবেন আপনার মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসছে চিন্তায়, চেতনায়, মনোজগতে, অনূভুতির জগতে, ভাবনার রাজ্যে, সকল প্রকার মন্দ চিন্তা চেতনাকে দেখতে পাবেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
অন্তরজগতে এক ইতিবাচক মানুসিক ও নৈতিক বিপ্লব সাধনে এই তাফসিরটির ভুমিকা অনস্বীকার্য। বিশ্বের সেরা সেরা ইসলামি চিন্তাবিদগন এই তাফসিরটির প্রশংসা করেছেন। বস্তুত কুরআনের মর্মবানী অনুধাবন করার জন্য এই তাফসিরটির বিকল্প নেই। উল্লেখ্য যে, কুরআন বুঝে পড়া কোন ঐশ্চিক বিষয় নয়। কমপক্ষে ওয়াজিব।
কুরআনের মর্মবানী যারা অনুধাবন করার চেষ্টা করে না তাদের জন্য রয়েছে এক ভয়ংকর আয়াত ! এরশাদ হয়েছে ''তোমরা কি এই কুরআনের উপর চিন্তাভাবনা করবে না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ ? তাফসির ফি যিলাযিল কুরআন ২২ খন্ডে সমাপ্ত। এই তাফসির ক্রয় করতে হলে আপনাদের মার্কেটে যেতে হত ৩৫০০ টাকা নিয়ে। কতিপয় মহৎ লোকদের ওসিলায় এখন পিডিএফ আকারে প্রত্যেকটি বই বাংলা ভারসনে পাচ্ছেন সম্পূর্ন ফ্রি !
কেন কুরআনের মর্মবানী হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন ?
নিজে স্রষ্টার নির্দেশিত পথে চলার জন্য
পরিবারকে সতর্ক করার জন্য
প্রতিবেশিকে সতর্ক করার জন্য
বন্ধু মহলকে সতর্ক করার জন্য
আত্বীয় স্বজনকে সতর্ক করার জন্য
শাসক শ্রেনীকে সতর্ক করার জন্য
অমুসলিম সমপ্রদায়কে সতর্ক করার জন্য
তাহলে আজকে আর দেরি কেন চলুননা কুরআনের দেশে প্রবেশ করি।
http://islamiboi.wordpress.com/al-quran/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।