আমাদের কথা খুঁজে নিন

   

শান্তর এখানে পুরানা বউও পাওন যায়? কার লাগব ফান পোষ্ট!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অনেক দিন আগে বাংলা বাজার এলাকায় এক অর্ধ শিক্ষিত ব্যাক্তি কাগজের দোকান খুলছে। এখন সাইন বোর্ড লিখার জন্য আরেক অর্ধ শিক্ষিতকেই নিয়োগ দিল। সেখানে ছিল একটা ভুল। কাগজ তার ঠিকই বিক্রি হচ্ছিল। একদিন এক সার্কাস পার্টির মালিক এসে হাজির।

দোকানী কে জিজ্ঞাসা করল এত ছোট দোকানে এত বিশাল জিনিস কিভাবে বেচেন। দোকানী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল "ঠিক বুঝলাম না"। সার্কাসের মালিক বললের আমি সার্কাস পার্টি চালাই। দোকানী বলে তো আমি কি বেচতে পারি সাদা না রঙিন? সার্কাস মালিক বলে আমি খালি হাতি কিনতে চাই। তখন দোকানী একটু রেগে বলে আপনি মস্করা করছেন।

ঐ মিয়া আমি চট্টগ্রামে গিয়া হাতি কিনতাম অখন আপনে বেচেন দেইখা আইলাম, আমার কি সময়ের দাম নাই! দোকানী বলল কি মুস্কিলে পড়লাম আমি বেচি কাগজ আর আপনে আইছেন হাতি কিনবার, ফাইজলামীর জায়গা পান না। ব্যাটা ফাজিল তখন সার্কাস পার্টির রেগে গেল এবং মালিক একটু দীর্ঘদেহী ও শক্তিশালী হওয়ায় দোকানীকে কলার ধরে টেনে হিচড়ে তার দোকানের বাইরে নিয়ে তার সাইন বোর্ড দেখাল। এই ব্যাটা দেখ কি লেখা আছে। দোকানী একটু ভয় পেয়ে বলল ভাই কাগজ বেচনরে কথাইতো আছে। বাইরে লোকজন জড় হয়ে গেছে।

কি হয়েছে তারা জিজ্ঞাসা করল। তখন সার্কাস মালিক দেখাল সাইন বোর্ড যেখানে লেখা আছে "এখানকা গজ পাওয়া যায়"! সার্কাসের মালিক বলে এই ব্যাটা লেখছে যে তার এখানে গজ তথা হাতি পাওয়া যায়। তাই আমি হাতি কিনতে আসছি। আমারে দোকানী ফাজিল কইছে তাই আমি তার হতে হাতি না কেনা পর্যন্ত যাচ্ছি না। তখন দোকানী অনেক হাত জোড় ও প্রায় পায়ে ধরার অবস্থা এবং উপস্থিত মানুষের অনুরোধে ছেড়ে দেয় উপরের ঘটনা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের ঘটনা।

আজকে ডিজিটাল যামানায় এসে নতুন ও পুরাতন বইয়ের জায়গায় বই না লিখে লিখছে বউ পাউন যায়। সবচেয়ে মজার কথা হইল পুরাতন বউ পাওন যায় ব্যাক্কল তো আর গাছে ধরে না! কৃতজ্ঞতাঃ বাংলা কমিকস! http://www.facebook.com/#!/banglacomics  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.