আমাদের কথা খুঁজে নিন

   

নীলপাহাড়ের নীলিমা

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! নীলপাহাড়ের নীলিমা ---------------- ডঃ রমিত আজাদ। আমি কি দেখিয়েছি তোমাকে কোন রঙিন স্বপ্ন? অরণ্যের প্রশান্তি নিয়ে আসা, স্বপ্নের যাদুকর সেজে? প্রতীক্ষায় রেখেছি কি তোমাকে বুনো সাগরের ধারে,? কিংবা আকাশ ছুঁয়ে থাকা দূরের নীল পাহাড়ে? তোমার পুরোটা মন এলোমেলো করে দিয়ে, হাত ধরে কি উপভোগ করেছি, গাছ জুড়ে হেসে ওঠা অজস্র শিরীষ ফুল? অথবা দুজনে কাটিয়েছি কোন নির্জন প্রহর? তবে কি অভিযোগ তোমার? বেয়ারা পৃথিবীটা কখনো নিয়ম মেনে চলে, আবার কখনো কখনো একেবারেই নিয়ম মানেনা। সেটাই অনিয়ম। ভালোলাগায়ও অনিয়ম থাকে। তোমার অস্থিরতা আমি বুঝি নীলিমা।

এ কারণেই অনিয়মের ভালোলাগা প্রকাশ করতে নেই। এই অনিয়মের ভালোলাগা মিলনেতো নয়ই, কেবল বিরহেই শেষ হয়, বিষন্ন পদাবলী সেজে। মিলনের স্বপ্নজাল মিছেই বোনা। দেহ হলো জীবন-যৌবন-প্রেম-বার্ধক্য- মৃত্যুর একটি উত্থান-পতন সঙ্গীত। স্বপ্নের নদীতীর, একরাশ ফুল, একঝাক পাখী, বসন্তের খেয়ালী বাতাস, বরষার মুখর রাত্রি, ঢেউয়ের হিল্লোলে সুরের মূর্ছনায় আবিষ্ট বাঁশীর সুর, সবকিছু উপভোগ করো, অনিয়মের হাতছানি উপেক্ষা করে।

নিয়মের নায়কের হাত ধরে, গভীর মুগ্ধতা নিয়ে। আমার নিঃশ্বাস ঝর্নার কলতান হয়ে, মিশে যাবে দিগন্তের অস্তাচলে। তোমাকে খু্ঁজে নেব আমি, আমার কবিতায় একাকী শঙ্খচিলের ডানায় ভেসে থাকা মেঘের শুভ্রতায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.