আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে বাংলা ১৪২০ সনের নববর্ষের আগাম শুভেচ্ছা।

যখন যা বোঝা উচিৎ তখন বুঝিনা সময় যাবার পর পুরোটাই বুঝি.....বাট ইটস সো লেট!!!!! আগামীকাল বাংলা নববর্ষ। দেশের বাইরে থাকি, বিদেশিদের সংগে গর্ব করার মত খুব বেশিকিছু না থাকলেও আমি প্রায়ই আমার বিদেশি বন্ধুদের বলি বলি আমাদের নিজস্ব একটি ভাষা আছে, নিজস্ব একটি বর্ষপন্জি আছে, যা একান্তই আমার আর আমার দেশের। আমাদের লেখার প্রতিটা অক্ষর আমাদের নিজেদের। এ পৃথিবীতে অনেক জাতি আছে যাদের নিজস্ব ভাষা নেই নিজস্ব কোন বর্ষপন্জি নেই। ওরা কি বুঝে আমি জানিনা তবে সত্যি বুকটা ভরে যায় নিজের ভাষা আর বর্ষপন্জির কথে ভেবে।

সবশেষে কিছুদিন আগে করা সামুর নিকট একটি আবেদন আবার তুলে ধরছি। সামুর কোন মডারেটর ভেবে দেখলে কৃতার্থ হব। আবেদনটি হল, সামুর পোষ্টে ইংরেজীর পাশাপাশি বাংলা তারিখ প্রদর্শন করা হোক। পোষ্টটি দেখতে নিচের লিন্কে ক্লিক করুন। Click This Link নব বারতা মুছে দিক সকল রাজনৈতিক পন্কিলতা নব বারতা খুলে দিক সকল আশার সম্ভাবনা নব বারতা বয়ে আনুক প্রতিটি বাংগালীর প্রানের সফলতা।

ভাল থাকুন সবাই। সবাইকে বাংলা ১৪২০ সনের নববর্ষের আগাম শুভেচ্ছা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.