আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন

এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! আশাকরি মজা পাবেন- এক রাজার উজিরের ছিল খোদা ভীতি ও খোদা প্রতী। তিনি সবসময় আল্লাহতায়ালার শোকর করতেন আর আল্লাহ ছাড়া কাউকেই ভয় পেতেন না। এ ছাড়া তার আরও একটি অভ্যাস ছিল রাজ্যের সবাই রাজার তোষামদ করতেন, কিন্তু সে বলতেন সকল প্রশংসা আল্লাহর জন্য। একদিন রাজার হাতের একটি নখ কেটে গেল, রাজ্যজুড়ে সবাই যখন শোকসভায় ব্যস্ত তখন উজিড় ও খুব ব্যথিত কিন্তু তোষামদ করার অভ্যাস না থাকার কারনে তার অনুভূতির যথাযথ প্রকাশ করতে পারলেন না। রাজা তার উজিরের কাছে জানতে চাইলেন তুমি কষ্ট পাওনি উত্তরে উজির বললেন খুবই কষ্ট পেয়েছি হুজুর কি আর করব বলুন আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন, কেবল আমরাই বুঝি না, তাছাড়া তার ইচ্ছার উপরে কারো হাত নেই।

রাজা মনেমনে চিন্তা করলেন তাকে একটা উচিৎ শিক্ষা দিবেন। একদিন সকালে রাজা ঘুম থেকে উঠে বললেন তার উজিরকে চল আমরা রাজ্যের সব গহীন অরন্য ঘুরে দেখব। দু’জনে ঘুরতে ঘুরতে গভীর বনে চলে গেলেন, রাজা একটি বড় গর্ত দেখতে পেল তার উজিরের কাছে জানতে চাইল এই বনের ভিতর এতবড় গর্ত কিভাবে এল। উজির যখন গর্তটি দেখতে ছিল রাজা তাকে পেছন থেকে ধাক্কা মেরে গভীর গর্তের মধ্যে ফেলে দিয়ে বলল- আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন। উজির অনেক চেষ্টা করেও গর্ত থেকে উঠতে পারছে না দেখে রাজা খুব মজা করে ফিরে যাচ্ছেন ব্যটাকে উচিৎ শিক্ষা দিয়েছ।

রাজা মনের সুখে একা একা ফিরে যাচ্ছেন ঠাৎ করে একদল বন্য মানুষ তাকে ধরে ফেলল। রাজা তাদের কে বোঝাতে চেষ্ট করল আমি তোমাদের রাজা আমাকে ছেড়ে দাও। বন্যমানুষের দল তাকে নিয়ে ঠাট্টা শুরু করল আমাদের রাজা তার উজিড় ও সেন্য বাহিনী ছাড়া চলালল করে না। আজ রাতে পূনির্মার সময় তোর গলাকেটে দেবতাকে উৎসর্গ করব। তুই দেখতে অনেক সুন্দর তোকে বলি দিলে আমাদের দেবতা অনেক খুশি হবে।

এই বলে রাজাকে পিঠমোড়া দিয়ে বেধে ফেলল আর রাজার কোন কথাই শুনল না। ওদের সর্দার এসে রাজা পরখ করে দেখে বলল এই গর্ধবটাকে ছেড়ে দাও! ওকে বলি দিলে দেবতা নারাজ হবে ওর হাতের একটি নখ কেটে ফেলা হয়েছে, আমাদের একজন নিখুত মানুষ দরকার। রাজা প্রানে বেঁচে আল্লার কাছে শোকর করলেন। বন্যমানুষের দল চলে যাবার পর তিনি গভীর গর্ত থেকে উজিড়কে উপড়ে তুলে বুকে জড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলেন। সব শুনে উজির ও কেঁদে ফেললেন আর বললেন হুজুর আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন আপনি আমাকে গর্তের ভিতর না ফেলে দিলে ওরা ঠিকই আমাকে ধরে নিয়ে যেত কারন আমার তো কোন নখ কাটা ছিল না! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.