বিভিন্ন কারনে ইন্টারনেট প্রটোকল ( আইপি) লুকানোর (হাইড) প্রয়োজন হয় । বিশেষ করে, ব্লক করা ওয়েবসাইটে যেতে বা অন্যান্য কারনে একাধিক আইপি ব্যবহারের প্রয়োজন পড়লে । আইপি লুকানোর জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, তবে এগুলো খুব একটা ভালো সার্ভিস দেয় না ।তবে আইপি লুকানোর জন্য দারুন একটি সফটওয়্যার হচ্ছে হটস্পট শিল্ড । সফটওয়্যারটি দ্বারা নিশ্চিত আইপি হাইড করা যাবে এবং তা যে কোন আইপি চেকার সাইটের মাধ্যমে পরীক্ষা করা যাবে । এ জন্য http://www.hotspotshield.com থেকে ছয় মেগাবাইটের মত এই সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করে সব সংস্করন ও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে । ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রং এর আইকন দেখা যাবে ।এই আইকনে ক্লিক করে Connect/On এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পট শিল্ড সার্ভারের সংগে Connect হবে এবং কিছুক্ষন পরে Connected লেখা আসবে এবং সিস্টেমট্রের আইকনটির রং সবুজ হবে । পরবর্তী সময়ে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে ওই সবুজ আইকনে ক্লিক করে Connect/OFF এ ক্লিক করলেই হবে । ধন্যবাদ সবাইকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।