আমাদের কথা খুঁজে নিন

   

এইয্বাহ!! ইংলিশ "টাউন" শব্দখানার উৎস কি পেয়ে গেলাম?

আমার আগের হেডিং টা সরাই দিছি ***ডিস্ক্লেমার (আগাম খেমা প্রার্থনা পিলাচ আর্তনাদ)আমারে যাড়া চেনেন তারা হয়তো কিচুটা যানেন আমার শব্দ নিয়া এক্টু ব্যারাম আছে। এই ব্যারামের ফলে আমার মস্তিষ্কনিসৃত বানি যদি কাহারো কোনো কোনায় আঘাত দিয়া থাকে তাহা নিয়া আমি বিয়াফক দুষ্কিতো। আমার ভাষা নিয়া ভাষা ভাসা গিয়ান। কুনু ডিগ্রি ডুগ্রি নাই। নিজে নিজে টুকটাক যা শিখচি আর কি।

সেই অল্পবিদ্যা থেইক্কা মাঝে মাঝে কিছু গিয়ান বাইর হয় - (গোবোরেও নাকি পদম ফুল ফোটে ) তো সেরাম এট্টা দিন হোলো আইজক্যা। (নাক বন্দ কইরা পদ্ম ফুলের গন্দ শুকেন। ) অনেকেই হয়তো খেয়াল করেচেন যে ইংলিশ ভাশায় মুটামটি ৯৯% T ( ট ) আসলে "ঠ" হিসাবে উচ্চারিত হয়। সকল "ক" কে "খ" উচ্চেড়ন করা হয়। যেমন: খার (car), খ্যাঠ (cat) , ঠেবল (table), খাহিন্ড (kind) , খ্যান্ডি (candy) ইত্যাদি তো এইটা চিন্তা করতে করতে মনে হলো: আররে ইংলিশ টাউন (town) শব্দ আর বাংলা "ঠাউনি" (সংষ্কৃত "ঠাহুনি") শব্দ কি একি মাল নাকি!!? হালকা রিসাচ কইরা যা পালাম তা হলো পেরতম যখন টাউন (town) শব্দটা ইংলিশ ভাষায় আসে সেই ১৪৫০ সালের দিকে, তখন প্রথম শব্দটা ছিলো টাউনি/ঠাউনি (townie)!!!! (আররো কডা বিস্ময় বোধক চিন্হ বহাইতে চাইলে বহায় লন) তো ভাষাবিদরা কি বলবেন জানি না কিন্তু এই শব্দখানা সোজা বাংলা থেকে পাসপোর্ট ভিসা ছাড়াই সে আমলে বিলাত গেসলো আর দ্যাশে আইসা টাউন হইছে অখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.